পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

घैब्राबक्रट्कङ्ग अथम ब्र3-नट्द्रन्ध्रानिम्न जाथना ७ डाँौन्त्र टेबद्रागा Հ&Տ পাঠাদি করিতেন, সব দক্ষিণের ঘরটিতে তাঁহারাই থাকিতেন। বার রন্ধ করিয়া কালী ঐ ঘরে অধিকাংশ সময় থাকিতেন বলিয়া মঠের ভাইরা বলিতেন, ‘কালী তপস্বীর ঘর" কালী তপস্বীর ঘরের উত্তরেই ঠাকুর ঘর 1 তাহার উত্তরে ঠাকুরদের নৈবেদ্যের ঘর। ঐ ঘরে দাঁড়াইয়া আরতি দেখা যাইত ও ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিতেন। নৈবেদ্যের ঘরের উত্তরে দানাদের ঘর। ঘরটি খাব লম্বা। বাহিরের ভক্তেরা আসিলে, এই ঘরেই তাহাদের অভ্যর্থনা করা হইত। দানাদের ঘরের উত্তরে একটি ছোট ঘর। ভাইরা পানের ঘর বলিতেন। এখানে ভক্তেরা আহার করিতেন। দানাদের ঘরের পবকোণে দালান। উৎসব হইলে এই দালানে খাওয়া দাওয়া হইত। দালানের ঠিক উত্তরে রান্নাঘর। ঠাকুর ঘরের ও কালীতপস্বীর ঘরের পাবে বারান্দা। বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে বরাহনগরের একটি সমিতির লাইব্রেরী ঘর। এ সমস্ত ঘর দোতলার উপর। কালী তপস্বীর ঘর ও সমিতির লাইব্রেরী ঘরের মাঝখানে একতলা হইতে দোতলায় উঠিবার সিড়ি । ভক্তদের আহারের ঘরের উত্তর দিকে দোতলার ছাদে উঠিবার সিড়ি ; নরেন্দ্রাদি মঠের ভাইরা ঐ সিড়ি দিয়া সন্ধ্যার সময় মাঝে মাঝে ছাদে উঠতেন। সেখানে উপবেশন করিয়া তাঁহারা ঈশ্বর সম্বন্ধে নানা বিষয় কথা কহিতেন। কখনও ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা; কখনও বা শঙ্করাচায্যের, রামানজের বা যীশুখন্টের কথা ; কখনও হিন্দদশনের কথা; কখনও বা ইউরোপীয় দশনশাস্ত্রের কথা; বেদ, পরাণ, তন্ত্রের কথা । O দানাদের ঘরে বসিয়া নরেন্দ্র তাঁহার দেবদলাভ কণ্ঠে ভগবানের নাম গণ গান করেন। শরৎ অন্যান্য ভাইদের গান শিখাইতেন। কালী বাজনা শিখিতেন। এই ঘরে নরেন্দ্র ভাইদের সঙ্গে কতবার, হরিনাম সংকীৰ্ত্তনে আনন্দ করিতেন ও আনন্দে একসঙ্গে নত্য করিতেন। o [नटब्रन्छ ७ थभ*थकाब्र-थानट्याण ७ कश्रf८बाग] নরেন্দ্র দানাদের ঘরে বসিয়া আছেন। ভক্তেরা বসিয়া আছেন চুনিলাল, মাছটার ও মঠের ভাইরা। ধর্মপ্রচারের কথা পড়িল । মাটিার (নরেন্দ্রের প্রতি)--বিদ্যাসাগর বলেন, আমি বেত খাবার ভয়ে ঈশ্বরের কথা কারকে বলি না। , নরেন্দ্ৰ—বেত খাবার ভয় ? মাল্টার-বিদ্যাসাগর বলেন, মনে কর, মরবার পর আমরা সকলে ঈশ্বরের কাছে গেলাম। মনে কর, কেশব সেনকে, যমদ তেরা ঈশ্বরের কাছে নিয়ে গেল। কেশব সেন অবশ্য সংসারে পাপ টপ করেছে। যখন প্রমাণ হলো তখন ঈশবর হয়ত বলবেন, ওঁকে পাঁচশ বেত মার! তারপর মনে কর, আমাকে মিয়ে