পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ण्विज्रौम्न निब्रटङ्म ভাই সঙ্গুে নরেন্থ-নরেন্মের অন্তরের কথা ধ্যানের ঘরে অর্থাৎ কালীতপস্বীর ঘরে, নরেন্দ্র ও প্রসন্ন কথা কহিতেছেন। ঘরের আর একধারে রাখাল, হরীশ ও ছোটগোপাল আছেন। শেষাশেষি শ্ৰীযন্ত বড়োগোপাল আসিয়াছেন। নরেন্দ্র গীতাপাঠ করিতেছেন ও প্রসন্নকে শনাইতেছেন— ঈশ্বরঃ সবভূতানাং হৃদেশেইজনে তিষ্ঠতি। ভ্ৰাময়ন সবভুতানি যন্ত্রারট্রানি মায়য়া৷ তমেব শরণং গচ্ছ সবভিাবেন ভারত। তৎপ্রসাদাৎ পরাং শান্তিং সৰ্থানং প্রাপস্যসি শাশ্বতম। সবধমান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। অহং ত্বাং সবপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শচঃ ॥ নরেন্দ্ৰ—দেখছিস যন্ত্রারঢ়ে' ? ভ্ৰাময়ন সবভূতানি যন্ত্রারট্রাণি মায়য়া। ঈশ্বরকে জানতে চাওয়া। তুই কীটস্য কীট, তুই তাঁকে জানতে পারবি ! একবার ভাব দেখি, মানুষটা কি ! এই যে অসংখ্য তারা দেখছিস, শুনেছি go of Solar System (Cost:Teio) I WINICWA *[of of Solar System, এতেই রক্ষা নাই। যে পৃথিবীকে সমযের সঙ্গে তুলনা করলে অতি সামান্য একটি ভাঁটার মত বোধ হয়, সেই পৃথিবীতে মানুষটা বেড়াচ্ছে যেন একটা পোকা! নরেন্দ্র গাইতেছেনঃ– ['फूध णिज्रा अशब्रा आँङ भणु] (১) পথবীর ধনুলিতে দেব মোদের জনম, পথবীর ধনুলিতে অন্ধ মোদের নয়ন। মোদের অভয় দাও দলবল-শরণ৷ একবার ভ্রম হলে আর কি লবে না কোলে, অমনি কি দরে তুমি করিবে গমন ? তা হলে যে আর কছু উঠিড়ে নারিব প্ৰভু ভূমিতলে চিরদিন রব অচেতন৷ আমরা যে শিশু অতি, অতি ক্ষুদ্র মন। পদে পদে হয় পিতা! চরণ সখলন৷ রন্দ্রমুখ কেন তবে, দেখাও মোদের সবে, কেন হেরি মাঝে মাঝে জরুটি ভীষণ ॥