পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

षष्ठै शब्रिट्श्ङ्क्तः द्वान्नानभाछ G द्वबद्दनाझिथिऊ टनबङा-गद्ब्रशिब्रि नौकबन्थि [ अञएङ—टकभटबच्न बफु टझट्ज-मन्त्रामन्न नब्रञ्बज्रौ ] ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছল মিস্টিমখে করিয়া যাইবেন। কেশবের বড় ছেলেটি কাছে আসিয়া বসিয়াছেন। অমত বলিলেন, এইটি বড় ছেলে। আপনি আশীবাদ করন। •ও কি ! মাথায় হাত দিয়া আশীবাদ করন। - এই বলিয়া সহাস্যে ছেলেটির গায়ে হাত বলাইতে লাগিলেন। অমত (সহস্যে)–আচ্ছা, তবে গায়ে হাত বলান। (সকলের হাস্য)। ঠাকুর অমতাদি ব্রাহ্ম ভক্ত সঙ্গে কেশবের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ (অমত প্রভৃতির প্রতি)—‘অসুখ ভাল হোক এ সব কথা আমি বলতে পারি না। ও ক্ষমতা আমি মার কাছে চাইও না। আমি মাকে শধ্যে বলি, মা আমাকে শুদ্ধাভক্তি দাও। “ইনি কি কম লোক গা। যারা টাকা চায়, তারাও মানে, আবার সাধ্যতেও মানে। দয়ানন্দকে দেখেছিলাম। তখন বাগানে ছিল। কেশব সেন, কেশব সেন, করে ঘর-বাহির করছে,—কখন কেশব আসবে ? সেদিন বুঝি কেশবের যাবার কথা ছিল। “দয়ানন্দ বাঙ্গলা ভাষাকে রলতো-গোঁড়ান্ড ভাষা’। “ইনি বুঝি হোম আর দেবতা মানতেন না। তাই বলেছিল ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না ?” ঠাকুর ক্লেশবের শিষ্যদের কাছে কেশবের সংখ্যাতি করিতেছেন। শ্রীরামকৃষ্ণ—কেশব হীনবন্ধি নয়। ইনি অনেককে বলেছেন, যা যা সন্দেহ সেখানে গিয়া জিজ্ঞাসা করবে। আমারও স্বভাব এই ; আমি বলি—ইনি আরও কোটিগুণে বাড়ন। আমি মান নিয়ে কি করবো ? “ইনি বড় লোক। টাকা চায় যারা, তারাও মানে, আবার সাধারাও মানে।” ঠাকুর কিছর মিস্টমখে করিয়া এইবার গাড়ীতে উঠিবেন। ব্রাহ্ম ভক্তেরা সঙ্গে আসিয়া তুলিয়া দিতেছেন। সিড়ি দিয়া নামিবার সময় ঠাকুর দেখিলেন, নীচে আলো নাই। তখন অমতাদি ভক্তদের বলিলেন, এ সব জায়গায় ভাল করে আলো দিতে হয়। আলো না দিলে দারিদ্র্য হয়। এ রকম যেন আর না হয়। ঠাকুর দল একটি ভক্তসঙ্গে সেই রাত্রে কালীবাড়ী যাত্রা করিলেন।