পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ8 শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ ১৮৮৩, ২২শে সেপ্টেম্বর প্রসাদ গেয়েছিল, ‘এই সংসার ধোকার টাটি।” তাকে একজন উত্তর দিছিল আর একটি গানের ছলে— এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা তার বা কিসে ছিল ক্রটি -সে যে এদিক ওদিক দু’দিক রেখে, খেয়েছিল দুধের বাটি। কিন্তু আগে নির্জনে গোপনে সাধন ভজন ক’রে ঈশ্বরলাভ ক’রে সংসারে থাকলে, 'জনক রাজা’ হওয়া যায়। তা না হ’লে কেমন ক’রে হবে। “দেখ না, কাত্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, সবই রয়েছে ; কিন্তু শিব কখনও সমাধিস্থ, কখনও রাম রাম ক’রে নৃত্য করছেন ।”