পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ᎽᎼbr শ্ৰীশ্রীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ ১৮৮৩, ১৬ই অক্টোবর “কালীবাড়ীর ঘাটে আমাদিগকে বলেছিল, তোমরা বলো—রাম । রাম ! বলতে বলতে যেন আমার দিন কাটে ।” “আমি কৃষ্ণকিশোরের বাড়ী যেতাম আমাকে দেখে নৃত্য ।” “রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন, ভাই যেখানে দেখবে উথ্রি তা-ভক্তি সেইথানে জানবে আমি আছি।” “যেমন চৈতন্তদেব । প্রেমে হাসে কঁদে নাচে গায়। চৈতন্তদেব অবতার—ঈশ্বর অবতীর্ণ।” শ্রীরামকৃষ্ণ গান গাইতেছেন— ভাব হবে বৈ কি রে ভাবনিধি শ্ৰীগৌরাঙ্গের । ভাবে হাসে কঁদে নাচে গায় ! ( ফুকুরি ফকুরি কান্দে ) । তৃতীয় পরিচ্ছেদ বলরামের পিতা, মণি মল্লিক, বেণী পাল প্রভৃতি বিদায় গ্রহণ করিতেছেন। সন্ধ্যার পর কাশারী পাড়ীর হরিসভার ভক্তের আসিয়াছেন। তাহাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ মত্ত মাতঙ্গের ন্তায় নৃত্য করিতেছেন। নৃত্যের পর ভাববিষ্ট । বলছেন, আমি খানিকট আপনি ধবো । কিশোরী ভাবাবস্থায় পদসেবা করিতে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কারকে ম্পর্শ করিতে দিলেন ল) । সন্ধ্যার পর ঈশান আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন,—ভাবাবিষ্ট । কিছুক্ষণ পরে ঈশানের সঙ্গে কথা কহিতেছেন। ঈশানের ইচ্ছা, গায়ত্রীর পুরশ্চরণ করা। শ্রীরামকৃষ্ণ (ঈশানের প্রতি )—তোমার যা মনোগত তাই করে । মনে আর সংশয় নাইতো ? [ কলিতে নিগমের পথ নয়—আগমের পথ ] ঈশান—আমি এক রকম প্রায়শ্চিত্তের মত সঙ্কল্প করেছিলাম ।