পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘LE8 শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট উপস্থিত–মাষ্টার, বাবুরাম, ছোট গোপাল, হরিপদ, কিশোরী, নিরঞ্জনের আত্মীয় ছোকরা, এড়েদয়ের ছোকরা, রামলাল রাজনারায়ণের ছেলেরা হাজরা প্রভৃতি । [ २ञ्च उठांठ-२०* थ७ ১৯-১০-৮৪–কাৰ্ত্তিক-শুক্লী-প্রতিপদ । সিতির ব্রাহ্মসমাজ । বিষয়—ত্ৰৈলোক্যের গান ও ঠাকুরের সমাধি। ব্রাহ্মভক্তদিগের প্রতি উপদেশ। সদরওয়ালার ও ত্ৰৈলোক্যের সহিত কথা । ত্ৰৈলোক্য, বিজয় প্রভৃতি ব্রাহ্মভক্তের সঙ্গে সংকীৰ্ত্তন ও নৃত্য। বিজয়ের প্রভৃতি উপদেশ । জগন্মাতার পূজা। মা । উপস্থিত – বিজয়, ত্ৰৈলোক্য, ব্রাহ্মভক্তগণ, সদরওয়ালা, মাষ্টার, বেণীপাল, প্রভৃতি । [ ১ম ভাগ—১২শ থও ২০-১০-৮৪–কাত্তিক-শুক্লী-প্রতিপদ ও দ্বিতীয়া। বড়বাজারে মাড়োয়ারী ভক্তমন্দিরে । বিষয়—পণ্ডিতজী ও পণ্ডিতজীর পুত্রের সহিত কথা। গৃহস্বামী মাড়েয়ারীর প্রতি উপদেশ। অন্নকূট মহোৎসব ও ঠাকুরের আনন্দ । উপস্থিত–মাষ্টার, ছোটগোপাল, বাবুরাম, রামচাটুয্যে, মাড়োয়ারী ভক্তগণ, পণ্ডিতজী ও র্তাহার পুত্র, গৃহস্বামী, প্রভৃতি । [ ২য় ভাগ—২১ খণ্ড ২৬-১০-৮৪—কাৰ্ত্তিক-শুক্লা-সপ্তমী। দক্ষিণেশ্বর। বিষয়—মনোমোহন ও মহিমাচরণের সহিত কথা । যদু মল্লিকের ফটকের কাছে হৃদয়ের সঙ্গে দেখা । কেশব সেন, দেবেন্দ্র ঠাকুর ও কাপ্তেন । ওঁকার ও নিত্যলীলাযোগ । হাজরা ও মাতৃসেবা । ঈশান । উপস্থিত—মনোমোহন, মহিমাচরণ, মাষ্টার, ঈশান, হৃদয়, হাজরা, লাটু, কোন্নগরের ভক্তগণ প্রভৃতি । [ ১ম ভাগ—১৩শ খণ্ড ৯-১১-৮৪—কাত্তিক-কৃষ্ণ-সপ্তমী । ( মধ্যাহ্নে পর )। দক্ষিণেশ্বর। বিষয়—বিজয় গোস্বামীর প্রতি উপদেশ । মহিমাচরণের সহিত কথা । বিজয় প্রভৃতির সহিত সংকীৰ্ত্তন ও নৃত্য । মণির সহিত নিভৃতে কথা । পরদিন সোমবার প্রাতঃকালে মণিকে গানের ছলে উপদেশ ।