পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীরামকৃষ্ণের দৈনিক চরিত্র—১৮৮৫ ج) لا (ها উপস্থিত–মাষ্টার, বিজয়, কয়েকট ব্রান্ধভক্ত, মহিমাচরণ, নারাণ, অধর, ছোট গোপাল, কিশোরী, রামলাল প্রভৃতি। [ ৩য় ভাগ—১০ম খণ্ড ) } ১৪-১২-৮৪—অগ্রহায়ণ-কৃষ্ণ-দ্বাদশী | স্টার থিয়েটারে, প্ৰহলাদ চরিত্র। বিষয়—গিরীশ প্রভৃতির প্রতি উপদেশ । নটীদের প্রতি কৃপা । উপস্থিত–মাষ্টার, বাবুরাম, নারাণ,গিরীশ ; থিয়েটারের নটীরা । [ ৩য় ভাগ–১১শ খণ্ড ২৭-১২-৮৪—অগ্রহায়ণ-শুক্লা-দশমী । দক্ষিণেশ্বর। বিষয়-পঞ্চবটমূলে দেবীচৌধুরাণী পাঠ। পাতিব্ৰত্য ধৰ্ম্ম । উপস্থিত —মাষ্টার, প্রসন্ন, কেদার, রাম, নিত্যগোপাল, তারক, সুরেশ মিত্র, প্রভৃতি । { ২য় ভাগ—২২শ খণ্ড ゞb-b-ぐ ২২-২-৮৫—ফাঙ্কন-শুক্লা-অষ্টমী ৷ জন্ম মহোৎসব । দক্ষিণেশ্বর। বিষয়—নরোত্তমের কীৰ্ত্তন। নরেন্দ্রের জামুতে পা দিয়া সমাধি । নরেন্দ্রের গান ও ঠাকুরের ভাব। নরেন্দ্রকে শিক্ষণ-জ্ঞান অজ্ঞানের পার হও। সুরেন্দ্রের প্রতি গৃহস্থ ও দান ধৰ্ম্মের উপদেশ। গিরীশের সহিত অবতার তত্ত্ববিষয়ক কথা । উপস্থিত –নরেন্দ্র, ভবনাথ, মাষ্টার, রাখাল, সুরেন্দ্র, গিরীশ,নৃত্যগোপাল, রাম, মণিমল্লিক, মহেন্দ্র কবিরাজ প্রভৃতি । [ & E5-> 한8 ২৫-২-৮৫—ফাল্গুন-শুক্লা-একাদশী । গিরীশ মন্দিরে। পরে ষ্টার থিয়েটারে বৃষকেতু অভিনয় দর্শন। বিষয়—জ্ঞানভক্তি সমন্বয় কথা। নানাভাবে ঈশ্বরকে পূজা সমাধিতত্ত্ব। উপায়—ভক্তি । উন্মন। সমাধি। যতীন্দ্র ও নরেন্দ্র । গিরীশের সহিত অবতারবাদ কথা। সংসার ও রন্ধনের গন্ধ ; কিসে যায়।