পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఇe ঐশ্রীরামকৃষ্ণ কথামৃত-৫ম ভাগ ( ১৮৮২ নভেম্বর, ১৫ অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন, তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে। মুখে অন্ত কথা কিম্বই নাই, কেবল ঈশ্বরের কথা। [ Sri Rain krishai the Caste-system and the problem of deờntouchables solved. J জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল । ঠাকুর বলিলেন, এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে। সে উপায়— ভক্তি। ভক্তের জাতি নাই। ভক্তি হলেই দেহ, মন, আত্মা, সব শুদ্ধ হয়। গৌর নিতাই, হরিনাম দিতে লাগিলেন, আর আচণ্ডালে কোল দিলেন । ভক্তি না থাকিলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়। ভক্তি থাকিলে চণ্ডাল চণ্ডাল নয়। অস্পৃশু জাতি ভক্তি থাকিলে শুদ্ধ, পবিত্র হয়। [ সংসারী বদ্ধজীব ] ত্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন। তারা যেন গুটীপোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে ; কিন্তু অনেক যত্ন করে গুটী তৈয়ার করেছে, ছেডে আসতে পারে না ; তাতেই মৃত্যু হয়। আবার যেন ঘুর্ণির মধ্যে মাছ ; যে পথে ঢুকছে, সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্ত অন্ত মাছের সঙ্গে ক্রীড়া, তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টা করে না । ছেলে-মেয়ের আধ আধ কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ। মাছ অর্থাৎ জীব, পরিবারবর্গ। তবে দু’একটা দৌড়ে পালায়, তাদের বলে মুক্ত জীব । ঠাকুর গান গাহিতেছেন :– এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক ক’রে । ব্ৰহ্ম বিষ্ণু অচৈতন্ত জীবে কি জানিতে পারে। বিল করে ঘুর্ণি পাতে মীন প্রবেশ করে তাতে । যাতায়াতের পথ আছে তবু মীন পালাতে নারে ॥