পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐরামকৃষ্ণ সিতির ব্রাহ্মসমাজে ব্ৰহ্মভক্ত সঙ্গে । 8い● শ্রীরামকৃষ্ণ—র্তার লীলা ; অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না । দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না । ‘মলদ’ জ্ঞান থাকলে তবে ‘ভাল’ জ্ঞান হয় । - * “আবার অাছে খোসাটী আছে বলে তবে আমট বাড়ে ও পাকে। আমট ত'য়ের হু’য়ে গেলে তবে খোসা ফেলে দিতে হয় ! মায়ারূপ ছালট থাকলে তবেই ক্রমে ব্রাহ্মজ্ঞান হয়। বিদ্যা-মায়া, অবিদ্যা-মায়া আমের খোসার দ্যায় ; দুইই দরকার ।” ব্ৰহ্মভক্ত—আচ্ছা, সাকার পূজা, মাটীতে গড়া ঠাকুর পূজা, এসব কি ভাল * স্ত্রীরামকৃষ্ণ—তোমরা সাকার মান না, তা বেশ ; তোমাদের পক্ষে মূৰ্ত্তি : নয়, ভাব। তোমরা টানটুকু নেবে যেমন কৃষ্ণের উপর রাধার টান ; ভালবাসা। সাকার বাদীরা যেমন মা কালী, মা দুর্গার পূজা করে ‘মা’ ’মা’ , বলে কত ডাকে কত ভালবাসে, সেই ভাবটী তোমরা লবে, মূৰ্ত্তি নাইবা মানলে । A. ব্ৰহ্মভক্ত—বৈরাগ্য কি করে হয় ? আর সকলের হয় না কেন ? or শ্রীরামকৃষ্ণ-ভোগের শাস্তি না হলে, বৈরাগ্য হয় না .gছাট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভুলানো যায়। কিন্তু *: খাওয়া হলগেল, আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল, তখন 'মা যাব’ লে। ৯ : የ\ rᎿ" কাছে নিয়ে না গেলে পুতুল ছুড়ে ফেলে দেয়, আর চীৎকার করে কঁ, :

  • Քր : *

t "گهی ها সচ্চিদানন্দই গুরু-ঈশ্বরলাভের পর সন্ধ্যাদি কৰ্ম্মত্যাগ ] ব্রাহ্ম ভক্তেরা গুরুবাদের বিরোধী। তাই ব্রাহ্ম ভক্তটী এ সম্বন্ধে কথা কহিতেছেন । ব্ৰহ্মভক্ত—মহাশয়, গুরু না হলে কি জ্ঞান হবে না ? শ্রীরামকৃষ্ণ—সচ্চিদানন্দই গুরু ; যদি মামুষ, গুরুরূপে চৈতন্ত করে তো মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী—কেশবের উপদেশ ।