পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রীরামকৃষ্ণ বেলঘরের ভক্তসঙ্গে " ११

  • श्रांद्र ७रुf लक्रमॆ । ठिक उङ छिटङविग्न रुद्र, कांगछन्नैौ इव । গোপীদের কাম হ’ভো না। , t

“তা তোমরা সংসারে আছে তা হলেই বা ; এতে সাধনের আরও সুবিধা, যেমন কেল্লা থেকে যুদ্ধ করা। যখন শব সাধন করে ; মাঝে মাঝে শবটা হা করে ভয় দেখায়। তাই চাল ছোলা ভাজা রাখতে হয়। তার মুখে মাঝে মাঝে দিতে হয়। শবটা ঠাণ্ডা হলে তবে নিশ্চিন্তু হয়ে জপ করতে পারবে। তাই পরিবারদের ঠাণ্ড রাখতে হয় । তাদের খাওয়া দাওয়ার যোগাড় করে দিতে হয়, তৰে সাধন ভজনের সুবিধা ङ्ङ्ग | w “যাদের ভোগ একটু বাকী আছে, তার সংসারে থেকেই উাকে ডাকবে। নিতাইয়ের ব্যবস্থা ছিল, মাগুর মাছের ঝোল, যুবতী নারীর কোল, বোল হরিবোল । “ঠিক ঠিক ত্যাগীর আলাদা কথা ; মৌমাছি ফুল বই আর কিছুতেই বসবে না চাতকের কাছে সব জল ধুর’ ; কোন জল খাবে না, কেবল স্বাতী নক্ষত্রের বৃষ্টির জন্ত ই করে আছে। ঠিক ঠিক ত্যাগী অন্ত কোন আনন্দ নেবে না, কেবল ঈশ্বরের আনন্দ । মৌমাছি কেবল ফুলে বলে । ঠিক ঠিক ত্যাগী সাধু যেন মৌমাছি। গৃহী ভক্ত যেন এই সব মাছি, সন্দেশেও বসে, আবার পচা ঘায়েও বসে । • “তোমরা এত কষ্ট করে এখানে এসেছ, তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ। সব লোক বাগান দেখেই সন্তুষ্ট, বাগানের কর্তার অন্বযুদ্ধর করে দ্ব’ একজন। জগতের সৌন্দৰ্য্যই দেখে, কৰ্ত্তাকে খোজে না।" | [ হঠযোগ, রাজযোগ ও বেলঘরের ভক্ত—ষড়চক্র ভেদ ও সমাধি ] ঐরামকৃষ্ণ (গায়ককে দেখাইয়া)—ইনি ষড়চক্রের গান গাইলেন। সে সব যোগের কথা। হঠযোগ আর রাজযোগ । হঠযোগী শরীরের কতক গুলো কসরৎ করে ; উদেশ্ব সিদ্ধই দীর্ঘ আয়ু হবে ; অষ্ট সিদ্ধি হবে , এই সৰ