পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

جیسس مسس سمسحسیمبس<C � ہتی-ساج:۔ ییي؟ ميمي نومـی শ্রীরামকৃষ্ণকথামৃত। teelعے پ=teتی ASAMAeAMASA SAM AAAAA [ দক্ষিণেশ্বরমন্দিরে—ভক্তসঙ্গে । ]

  • * ്ങേക്കു-ക്ഷ

19th August, 1883. প্রথম পরিচ্ছেদ । ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তসঙ্গে শ্রাবণ কৃষ্ণপ্রতিপদ, ১৯শে আগষ্ট, >レrbアハ○ খৃষ্টাব্দ । * * আজ রবিবার। এইমাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল। ঠাকুরঘর বন্ধ হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিং বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর—এখনও মধ্যাহ্নকাল—তিনি তাহার ঘরে ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন। এমন সময়ে মাষ্টার আসিয়া প্রণাম করি লেন । কিয়ুংক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল । [ বেদান্তবাদীদিগের মত। ] - শ্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি ) । দেখ, অষ্টাবক্রসংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীর বলে, সোহহমু, অর্থাৎ আমিই সেই পরমাত্মা। এ সব বেদান্তবাদী সন্ন্যাসীর মত, সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ "আমিই সেই, নিক্রিয় পরমাত্মা’ এ কিরূপ হ’তে পারে ? “বেদাস্তবাদীরা বলে, আত্ম নির্লিপ্ত। স্থখ-দুঃখ, পাপ পুণ্য এ সব আঞ্জার কোনও অপকার করতে পারে না ;– তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে। ধোয় দেওয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না । “কৃষ্ণকিশোর জ্ঞানীদের মত ব’লতে, আমি ‘খ’-অর্থাৎ আকাশবৎ । ত, সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়।