পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి'bళ শ্ৰী ক্রীরামকৃষ্ণকথামৃত । ( ১৮৮৩, ১৯ আগষ্ট । g - পাপ ও পুণ্য । মায় ন! দয়া ? ] “কিন্তু ‘আমি মুক্ত এ অভিমান খুব ভাল। ‘আমি মুক্ত এ কথা বলতে ব’লতে সে মুক্ত হ’য়ে যায়। আবার ‘আমি বদ্ধ, ‘আমি বদ্ধ, এ কথা বলতে ব’লতে সে ব্যক্তি বদ্ধই হ’য়ে যায়। যে কেবল বলে, “আমি পাপী ’ ‘আমি পাপী' সেই শালাই পড়ে যায়। বরং ব’লতে হয়, আমি তার নাম ক’রেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি ! °C - শ্রীরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি) । দেখ, আমার মনট বড় খারাপ হ’য়েছে । হৃদে * চিঠি লিখেছে, তার বড় অসুখ । একি মায়া ন দয়া ? মাষ্টার কি বলিবেন ? চুপ করিয়৷ রছিলেন। শ্রীরামকৃষ্ণ। মায়া কাকে বলে জান ? বাপ-ম, ভাই-ভগ্নী, স্ত্রী-পুত্ৰ, ভাগিনা-ভাগ নী, ভাইপো-ভাইঝি, এই সব আত্মীয়ের প্রতি ভালবাস । আর দয়া মানে—সৰ্ব্বভূতে ভালবাসা । আমার এটা কি হ’লো, মায় ন! দয়া ? হৃদে কিন্তু আমার অনেক ক’রেছিল— অনেক সেবা ক’রেছিল—হাতে করে গু পরিষ্কার করতো। আবার তেমনি শেষে শাস্তিও দিয়েছিল ! এত শাস্তি দিত যে, পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাপ দিয়ে দেহত্যাগ করতে গিছিলম | কিন্তু আমার অনেক ক’রেছিল—এখন সে কিছু (টাক) পেলে আমার মনট। স্থির হয় ! কিন্তু কোন বাবুকে আবার ব’লতে যাব ? কে ব’লে বেড়ায় ? حميمي صیه که معم . وه দ্বিতীয় পরিচ্ছেদ । [ মৃন্ময় অাঁধারে চিন্ময়ী দেবী’ । ] ৰেল দুটা তিনটার সময় ভক্তবীর শ্ৰীযুক্ত অধরচন্দ্র সেন ও শ্ৰীযুত বলরাম বস্থ অtসিয়া উপনীত হইলেন ও পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয় প্রণাম করিয়৷ আসন গ্রহণ করিলেন। তাহার জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন ? ঠাকুর বলিলেন, ‘হ, শরীর ভাল আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোন কথারই উত্থাপন করিলেন না। ।

  • হৃদয় ইং ১৮৮১ খৃষ্টাব্দ পর্য্যন্ত দক্ষিণেশ্বর কালীবাটীতে প্রায় তেইশ বৎসর পরমহংসদেবের সেৰা করিয়াছিলেন। সম্পর্কে হৃদয় তাহার ভাগিনেয়। তাহার জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতী সিওড় গ্রাম। ঐ গ্রাম ঠাকুরের জন্মভূমি ৩ কামারপুকুর হইতে দুই ক্রোশ। ১৩০৬সালের বৈশাখ মাসে দ্বিষষ্টি বৎসর বয়ঃক্রমে জন্মভূমিতে উাহার পরলোক প্রাপ্তি হইয়াছে