পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lằ ها کتیبه گریبا ۹ گیرا بعه দক্ষিণেশ্বরে । অধর, বলরাম, নরেন্দ্র প্রভৃতি সঙ্গে । ৯৯ বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনীনামক দেবীবিগ্রহের কথা পড়িল । । শ্রীরামকৃষ্ণ। সিংহবাহিনী আমি দেখতে গিছিলুম। চাষাধোপাপাড়ার এক জন মল্লিকদের বাড়ীতে ঠাকুরকে দেখলুম। পোড়ো বাড়ী। তারা গরীব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শেওল, এখানে ঝরে ঝর করে বালি শুরকি পড়ছে, অন্য মল্লিকদের বাড়ীর যেমন দেখেছি, এ বাড়ীর সে শীি নাই । ( মাষ্টারের প্রতি ) । আচ্ছ, এর মানে কি বল দেখি ? মাষ্টার চুপ করিয়া রছিলেন। শীরামকৃষ্ণ । কি জান, যার যা কৰ্ম্মের ভোগ আছে, তা তার করতে ভয় । সংস্কার, প্রারব্ধ এ সব মানতে হয় । (মাষ্টারের প্রতি ) “আর পোড়ো বাড়ীতে দেখলুম যে, সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জল জল ক’রছে ! আবির্ভাব মানতে হয় | “আমি একবার বিষ্ণুপুরে গিছিলুম। রাজার বেশ সব ঠাকুর-বাড়ী আছে সেখানে ভগবতীর মূৰ্বি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর-বাড়ীর সম্মুখে বড় দীঘি। লালবাধ । আচ্ছ দীঘিতে আবাঠার (মাথাঘসার ) গন্ধ পেলুম কেন বল দেথি ? আমি ত জানতুম্‌ না যে, মেয়েরা মৃন্ময়ীদর্শনের সময় আবাঠ র্তাকে দেয় । আর দীঘির কাছে আমার ভাবসমাধি হ’ল, তখন বিগ্ৰহ দেখি নাই । আবেশে সেই দীঘির কাছে মৃণায়ী-দর্শন হ’ল—কোমর পর্য্যন্ত ।” [ ভক্তের সুখ দুঃখ। ভাগবত ও মহাভারতের কথা । ] | এত ক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতে লাগিলেন । কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন যে, ইয়াকুব খ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয় । ইয়াকুব পাঁ। কিন্তু একজন বড় ভক্ত । শ্রীরামকৃষ্ণ । কি জান, সুখ-দুঃখ দেহধারণের ধৰ্ম্ম । কবিকঙ্কণ-চণ্ডীতে আছে যে, কালুবীর জেলে গিছিল ; তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল। কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র। দেহধারণ করলেই মুখ দুঃখ ভোগ আছে। “শ্ৰীমন্ত বড় ভক্ত। আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালবাসতেন, সেই শ্ৰীমস্তের কত বিপদ। মশানে কাটুতে নিয়ে গিছিলো । “এক জন কাঠুরে—পরম ভক্ত-ভগবতীর দর্শন পেলে, তিনি কত ভালবসলেন,—কত কৃপা করলেন । কিন্তু তার কাঠুরের কাজ আর বুচ লো না !