পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বরে । অধর, বলরাম, নরেন্দ্র প্রভৃতি সঙ্গে । ১৪৫ S AASAASAAeeASAMAAAA عیجعبیج کے حصےحہ پحیہ معیپومپےمیہ کمیته بیناییهای خاتمهم আরতি আরম্ভ হইল, তৎপরেই বিষ্ণুঘরের ও কালীঘরের আরতি আরম্ভ হইল । কাসর, ঘড়ি ও ঘণ্টা, মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল—মধুর ও গম্ভীর— কেন না, মন্দিরের পাশ্বেই কলকলনিনাদিনী গঙ্গ ! - শ্রাবণের কৃষ্ণ প্রতিপদ । কিয়ৎক্ষণ পরেই চাদ উঠিল । বৃহৎ উঠান ও উদ্যানস্থিত বৃক্ষশীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল। এদিকে জ্যোৎস্নাম্পর্শে ভাগীরথীসলিল যেন কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতে লাগিল । সন্ধ্যার পরেই ঠাকুর ত্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া, হাততালি দিয়া হরিধ্বনি করিতে লাগিলেন। কক্ষমধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি – ধ্রুব প্ৰহলাদের ছবি, রাম রাজার ছবি, ম৷ কালীর ছবি, রাধাকৃষ্ণের ছবি । তিনি সকল ঠাকুরকে উদ্দেশ করিয়া ও র্তাহীদের নাম করিয়; প্রণাম করিতে লাগিলেন। আবার বালতে লাগিলেন, ব্রহ্ম-আত্মা খান, ভাগবতভক্তভগবান ; ব্রহ্ম-শক্তি, শক্তি ব্ৰহ্ম ; বেদ পুরাণ, তন্ত্র ; গীতা ; গায়ত্রী। শরণাগত শরণাগত ; নাহং নাহং, তুহু তুহু ; আমি যন্ত্র, তুমি যন্ত্রী, ইত্যাদি। নামের পর করযোড়ে জগন্মাতার চিন্তা করিতে লাগিলেন। i দুই চারিজম ভক্ত সন্ধ্যাসমাগমে উদ্যানমধ্যে গঙ্গাতীরে বেড়াইতেছিলেন। র্তাহার ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতে লাগিলেন। . _ পরমহংসদেব খাটে উপবিষ্ট । মাষ্টার, অধর, কিশোরী ইত্যাদি নীচে সম্মুখে বসিয়া আছেন। *.

( মরেস্ট্রের কত গুণ । ) : শ্রীরামকৃষ্ণ ( ভক্তদের প্রতি ) ৷ নরেন্দ্র, ভবনাথ, রাখাল, এর সব নিত্যসিদ্ধ, ঈশ্বরকোটি । এদের শিক্ষ। কেবল বাড়ার ভাগ । দেখ না, নরেন্দ্র কাহাকেও care ( গ্রাহ ) করে না । আমার সঙ্গে কাপ্তেনের গাড়ীতে যাচ্ছিল—কাপ্তেন ভাল জায়গায় ব’সতে ব’ল্লে—ত চেয়েও দেখলে না। আমারই অপেক্ষ রাখে ন! আবার যা জানে, তাও বলে না—পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে, নরেন্দ্র এত বিদ্বান । মায়ামোহ নাই – যেন, কোন বন্ধন নাই! খুব ভাল আধার। একাধারে অনেকগুণ গাইতে বাজাতে, লিখতে পড়তে। এদিকে জিতেন্দ্রিয়,—বলেছে, বিয়ে কোরবো ના ! নরেন্দ্র আর ভবনাথ দু'জনে ভারি মিল—যেন স্ত্রী পুকৃষ্ণু । নরেন্দ্র বেশী আসে না । সে ভাল। বেশী এলে আমি বিহবল হই । -