পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত | লবন =খণ্ড । শ্ৰীযুক্ত জয়গোপাল সেনের বাড়ীতে শুভাগমন । صهكهمحيكهم وتجسمتلاؤه سوتمسمو تجسد 28th November, 1883. প্রথম পরিচ্ছেদ । ইংরাজী ২৮শে নভেম্বর, ১৮৮৩ খ্ৰীষ্টাব্দ । আজ বেলা ৪টা ৫টার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্ৰীযুক্ত কেশবচন্দ্র সেনের কমল কুটার ( Lily Cottage ) নামক বাটীতে গিয়াছিলেন। কেশব তখন পীড়িত, শীঘ্রই মর্ত্যধাম ত্যাগ করিয়া যাইবেন। কেশবকে দেখিয়া, রাত্রি ৭টার পর মাথাঘসা গলিতে জীযুক্ত জয়গোপাল সেনের বাটীতে কয়েকটি ভক্তসঙ্গে ঠাকুর আগমন করিলেন। ভক্তেরা কত কি ভাবিতেছেন । ঠাকুর দেখিতেছি নিশিদিন হরিপ্রেমে বিহবল ৷ বিবাহ করিয়াছেন, কিন্তু ধৰ্ম্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই। ধৰ্ম্মপত্নীকে ভক্তি করেন, পূজা করেন, তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন, ঈশ্বরের গান করেন, তাহার সঙ্গে ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন। মায়িক কোন সম্বন্ধই নাই। দেখিতেছি ঠাকুর ঈশ্বরই বস্তু আর সব অবস্তু দেখিতেছেন। টাকা স্পর্শ করিতে পারেন না। ধাতুন্দ্রব্য ঘটা ও বাটি স্পর্শ করিতে পারেন না। স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না । এ সব স্পর্শ করিলে সিঙি মাছের কাটা ফোট৷ মত সেই স্থান ঝন ঝন কন কন করে । টাকা, সোণ হাতে দিলে হাত তেউড়ে যায়, বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, নিশ্বাস রুদ্ধ হয় ; অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায়, নিশ্বাস বহিতে থাকে। • * * - - ভক্তেরা কত কি ভাবিতেছেন। সংসার কি ত্যাগ করিতে হইবে ? পড়৷ শুনা আর করিবার প্রয়োজন কি? যদি বিবাহ না করি, চাকরী তো করিতে হইবে না। বাপ মা কি ত্যাগ করিতে হইবে ? , আর আমি বিবাহ