পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত। प्ट्वiप्नकत्रञ् =e sंछ । দিতির ব্রাহ্মসমাজ পুনৰ্ব্বার দর্শন ও শ্ৰীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্মভক্তদের প্রতি উপদেশ ও তাহাদের সহিত আনন্দ । 19th остовек, 1884. প্রথম পরিচ্ছেদ । - [ ‘সমাধি-মন্দিরে । ] আবার ব্রাহ্মভক্তেরা সিতির ব্রাহ্মসমাজে মিলিত হইলেন। wকালী পূজার পরদিন, কাৰ্ত্তিক মাসের শুক্ল প্রতিপদ তিথি, ইংরেজী ১৯এ অক্টোবর, ১৮৮৪ খৃষ্টাব্দ। এবার শরতের মহোৎসব। শ্ৰীযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটাতে আবার ব্রাহ্মসমাজের অধিবেশন হইল। প্রাতঃকালের । উপাসনাদি হইয়। গিয়াছে। শ্ৰীশ্ৰীপরমহংসদেব বেলা সাড়ে চারিটার সময় আসিয়৷ পহুছিলেন। তাহার গাড়ি আসিয়া বাগানের মধ্যে দাড়াইল। আমনি, দলে দলে ভক্ত আসিয়া মণ্ডলাকারে তাহাকে ঘেরিতে লাগিলেন। প্রথম প্রকোষ্ঠ মধ্যে সমাজের বেদী রচনা হইয়াছে। তাহার সম্মুখে দালান। সেই দালানে ঠাকুর উপবেশন করিলেন। আমনি ভক্তগণ চারিধারে তাছাকে বেষ্টন করিয়া বসিলেন । বিজয়, ত্ৰৈলোক্য ও অনেকগুলি ব্রাহ্মভক্ত উপস্থিত হইলেন । তন্মধ্যে ব্রাহ্মসমাজভুক্ত একজন সদরওয়ালা ( Sub-Judge ) ও আছেন । সমাজগৃহ মহোৎসব উপলক্ষে বিচিত্র শোভা ধারণ করিয়াছে। কোথাও নানাবর্ণের পতাকা ; মধ্যে মধ্যে হৰ্ম্ম্যোপরি বা বাতায়নপথে নয়নরঞ্জন, স্বন্দর পাদপ-বিভ্রমকারী বৃক্ষপল্লব । সম্মুখে পূৰ্ব্বপরিচিত সেই সরোবরের স্বচ্ছসলিলমধ্যে শরতের স্বনীল নতে, মণ্ডল প্রতৃিভাসিত হইতেছে। উষ্ঠানস্থিত রাঙ্গ রাজা পথগুলির দুই পার্শ্বে সেই পূৰ্ব্ব-পরিচিত ফল-পুষ্পের বৃক্ষশ্রেণী। আজ ঠাকুরের ভ্রমুখ-নিঃস্থত সেই বেদধ্বনি ভক্তেরা আবার শুনিতে পাই