পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ses ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত । [১৮৮৪,১৯ অক্টোবর یہامی معیۓھح* ویتامینهایی تعییهای عیت সংসার রূপ জলের উপর রাখ, তাহলে দুধে জলে মিশে যাবে। তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না। - “ঈশ্বরলাভের জন্য সংসারে থেকে, এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধ’রে থাকৃবে, আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে, তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে, তখন নির্জনে বাস করবে, কেবল তার চিত্ত আর সেবা করবে।” । . . . . ، ۰۰۰ ،. . . ،پ=پي._..ي...*»پي "، مم، ه ...» ممwه همح۹سیمی* I সদরওয়াল (আনন্দিত হইয়া ) । মহাশয়, এ অতি স্বন্দর কথা ! নির্জনে সাধন চাই বই কি ! কিন্তু ঐটা আমরা ভুলে যাই। মনে করি বুঝি একবারে জনক রাজা হ’য়ে পড়েছি ! ( শ্রীরামকৃষ্ণের ও সকলের হাস্য ) । সংসারত্যাগের যে প্রয়োজন নাই, বাড়ীতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়, এ কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হ’লো । শ্রীরামকৃষ্ণ । ত্যাগ তোমাদের কেন ক’রতে হবে ? যে কালে যুদ্ধ করতে হবে, কেল্লা থেকেই যুদ্ধ করা ভাল। ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ করতে হবে ; খিদে তৃষ্ণ এ সবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এ যুদ্ধ সংসার থেকেই ভাল। স্থাবার কলিতে অন্নগত প্রাণ, হয়তে খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর . স্ট্র সুরে যাবে একজন তার মাগকে ব’লেছিল, ‘আমি সংসার ত্যাগ করে। চন্থম”। মাগটা একটু জ্ঞানী ছিল। সে তাকে বল্পে, কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে ? যদি পেটের ভাতের জন্য দশ ঘরে যেতে না হয়, তবে যাও। তা যদি হয়, তা হলে এই এক ঘরই ভাল।” “তোমরা ত্যাগ কেন ক’রবে ? বাড়ীতে বরং স্থবিধা। আহারের জন্য ভাবতে হবে না। সহবাস স্বদারার সঙ্গে, তাতে দোষ নাই। শরীরের যখন যেটা দরকার, কাছেই পাবে। রোগ হ’লে সেবা করবার লোক কাছে পাবে। “জনক, ব্যাস, বশিষ্ঠ এর জ্ঞানলাভ ক’রে সংসারে ছিলেন এরা দুখান৷ তরবার ঘুরাতেন। একখান জ্ঞানের, একখান কৰ্ম্মের।” । [ জ্ঞানীর লক্ষণ । ] সদরওয়ালা। মহাশয় | জ্ঞান যে হয়েছে তা কেমন ক’রে জানবো ? খ্রীরামকৃষ্ণ । জ্ঞান হ’লে তাকে (ঈশ্বরকে ) আর দূরে দেখায় না। তিনি আর তিনি বোধ হয় না। তখন ইনি। হৃদয় মধ্যে তাকে দেখা যায়। তিনি সকলেরই ভিতরে আছেন, যে খুজে সেই পায়।