পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ہ/eہ ঈশ্বর বিদ্যাসাগর, শশধর পণ্ডিত, ডাক্তার রাজেন্দ্র ও ডাক্তার সরকার, বঙ্কিম ( চাটুয্যে ), আমেরিকার কুক সাহেব, ভক্ত Williams, মিসির সাহেব, মাইকেল মধুস্থদন, কৃষ্ণদাস (পাল), পণ্ডিত দীনবন্ধু, পণ্ডিত খামাপদ, রামনারায়ণ ডাক্তার, দুর্গাচরণ ডাক্তার, রাধিক গোস্বামী, শিশির ( ঘোষ ), নবীন ! (মুন্সী), নীলকণ্ঠ ইহারাও দর্শন করিয়াছিলেন। ঠাকুরের সঙ্গে ত্রৈলঙ্গ্য স্বামীর কাশীধামে ও গঙ্গামাতার শ্ৰীবৃন্দাবনে সাক্ষাৎ হয়। গঙ্গামাত ঠাকুরকে শ্রীমতী রাধ জ্ঞানে বৃন্দাবন হইতে ছাড়িতে চান নাই । . . . ." • অন্তরঙ্গ ভক্তেরা আসিবার আগে কৃষ্ণকিশোর, মথুর, শম্ভু মল্লিক, নারায়ণ শাস্ত্রী, ইদেশের গৌরী পণ্ডিত, চন্দ্র, অচলানন্দ সৰ্ব্বদা ঠাকুরকে দর্শন করিতেন । বৰ্দ্ধমানের সভাপণ্ডিত পদ্মলোচন, আৰ্য্যসমাজের দয়ানন্দ, ইহারাও দর্শন । করিয়াছিলেন। ঠাকুরের জন্মভূমি কামারপুকুর, এবং সিওড় । শুামবাজার : ইত্যাদি স্থানের অনেক ভক্তের তাহাকে দেখিয়াছেন। + ব্রাহ্মসমাজের অনেকে ঠাকুরের কাছে সৰ্ব্বদ। যাইতেন। কেশব, বিজয়, কালী (বস্তু ), প্রতাপ, শিবনাথ, অমৃত, ত্ৰৈলোক্য, কৃষ্ণবিহারী, মনিলাল, উমেশ, হীরালাল, ভবানী, নন্দলাল ও অন্যান্য অনেক ব্রাহ্ম ভক্ত সৰ্ব্বদা । যাইতেন ; ঠাকুরও ব্রাহ্মদের দেখিতে আসিতেন। মথুরের জীবদ্দশায় ঠাকুর তাহার সহিত দেবেন্দ্রনাথ ঠাকুরকে, ও উপাসনাকালে আদি ব্রাহ্মসমাজ, দেখিতে গিয়াছিলেন। পরে কেশবের ব্রাহ্মমন্দির ও সাধারণসমাজউপাসনকালে—দেখিতে গিয়াছিলেন। কেশবের বাড়ীতে সৰ্ব্বদ। যাইতেন ও ব্রাহ্মভক্ত সঙ্গে কত আনন্দ করিতেন। কেশব ও সৰ্ব্বদা, কখন ভক্ত সঙ্গে কখন একাকী, আসিতেন। কালনাতে ভগবান দাস বাবাজীর সঙ্গে দেখা হইয়াছিল । ঠাকুরের সমাধি অবস্থা দেখিয় বাবাজী বলিয়াছিলেন-আপনি মহাপুরুষ, চৈতন্যদেবের আসনে বসিবার আপনিই উপযুক্ত ! n s ঠাকুর সর্বধৰ্ম্মসমন্বয়ার্থ বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি ভাব সাধন করিয়া অপর দিকে আল্লা মন্ত্র জপ ও যীশুখ ষ্টের চিন্তা করিয়াছিলেন। যে ঘরে ঠাকুর থাকিতেন, সেখানে ঠাকুরদের ছবি ও বুদ্ধদেবের মূৰ্ত্তি ছিল। যীশু জলমগ্ন পিতরকে উদ্ধার করিতেছেন, এ ছবিও ছিল। এখনও সে ঘরে গেলে দেখিতে - পাওয়া যায়। আজ ঐ ঘরে ইংরাজ ও আমেরিকান ভক্তের আসিয়া ঠাকুরের ধ্যান চিন্তু করেন, দেখা যায়। an ' ۔ ۲ء۔