পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ہ/oد প্ৰকাশীধাম, প্রয়াগ, শ্ৰীবৃন্দাবন দর্শন করেন। কাশীতে সমাধিস্থ হইয়া মণিকণিকায় বিশ্বনাথের গম্ভীর চিন্ময়রূপ দৰ্শন করেন—মুমুৰুদিগের কর্ণে তারক ব্রহ্ম নাম দিতেছেন। আর মৌনব্রতধারী ত্রৈলঙ্গস্বামীর সহিত আলাপ করেন। মথুরায় ধ্রুবঘাটে বহুদেবের কোলে শ্ৰীকৃষ্ণ, ত্রবৃন্দাবনে সন্ধ্য সময়ে ফিরতী গোষ্ঠে শ্ৰীকৃষ্ণ ধেনু লইয়। যমুনাপার হইয়া আসিতেছেন ইত্যাদি লীলাভাব চক্ষে দর্শন করিয়াছিলেন ; নিধুবমে রাধাপ্রেমে বিভোর গঙ্গামাতার সহিত আলাপ করিয়া বড়ই আনন্দিত হইয়াছিলেন। n শ্ৰীযুক্ত কেশব সেন যখন বেলঘরের বাগানে ভক্তসঙ্গে ঈশ্বরের ধ্যান চিন্ত৷ করেন, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাগিনেয় হৃদয়ের সঙ্গে তাহাকে দেখিতে যান ; ৮৭৫ খৃষ্টাৰ । বিশ্বনাথ উপাধ্যায়, নেপালের ‘কাপ্তেন, এই সময়ে আসিতে থাকেন। সিতির গোপাল (বুড়ে গোপাল' ) ও মহেন্দ্র কবিরাজ কৃষ্ণনগরের কিশোরী ও মহিমাচরণ এই সময়ে ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। । ঠাকুরের অন্তরঙ্গ ভক্তেরা ইং ১৮৭৯, ১৮৮০ খৃষ্টাব হইতে ঠাকুরের কাছে আসিতে থাকেন। তাহার। যখন ঠাকুরকে দেখেন, তখন উন্মাদ অবস্থা প্রায় । চলিয়া গিয়াছে। তখন শাস্ত সদানন্দ বালকের অবস্থা। কিন্তু সৰ্ব্বদা সমাধিস্থ —কখনও জড় সমাধি—কখনও ভাব সমাধি ! সমাধি ভঙ্গের পর ভাবরাজ্যে বিচরণ করিতেছেন যেন পাচ বছরের ছেলে । সৰ্ব্বদাই ম৷ মা ! , . . . রাম ও মন্মোহন ১৮৭৯ খৃষ্টাব্দের শেষ ভাগে আসিয়া মিলিত হইলেন ; কেদার, স্বরেন্দ্র, তার পর আসিলেন ; চুনী, লাটু, নৃত্যগোপাল, তারকও পরে । ".. আসিলেন। ১৮৮১র শেষ ভাগে ও ১৮৮২র প্রারম্ভ এই সময়ের মধ্যে নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বাবুরাম, বলরাম, নিরঞ্জন, মাষ্টার, যোগিন আসিয়া পড়িলেন - ১৮৮৩৮৪ খৃষ্টাব্দের মধ্যে কিশোরী, অধর, নিতাই ছোটগোপাল, বেলঘরের তারক, শরৎ, শশী, সুবোধ, সান্ন্যাল ; ১৮৮৪ মধ্যে গঙ্গাধর, কালী, গিরীশ, দেবেন্দ্র, শারদ, কালীপদ, উপেন্দ্র, দ্বিজ ও হরি ; দেখিতে দেখিতে ছোট নরেন্দ্র, পলটু পূর্ণ, নারায়ণ, তেজচন্দ্র, হরিপদ আস্েিলন। এইরূপে হরমোহন, । যজ্ঞেশ্বর, হাজরা, ক্ষীরোদ, কৃষ্ণনগরের যোগিন, মণীন্দ্র, ভূপতি, অক্ষয়, নব গোপাল, বেলঘরের গোবিন্দ, আশু, গিরীন্দ্র, অতুল, দুর্গাচরণ, স্বরেশ, প্রাণকৃষ্ণ, নবাই চৈতন্য, হরিপ্রসন্ন, মহেন্দ্র ( মুখো), প্রিয় মুখুয্যে), সাধু প্রিয়নাথ (মন্মথ , বিনোদ, তুলসী, হরিশ মুস্তকী, বসাখ, কথক ঠাকুর, বালীৰু শৃশ । (ব্রহ্মচারী), নিত্যগোপাল (গোস্বামী), কোয়গরের বিপিন বিহারি নয় রাখাল (হালার) ক্রমে আসিয়া পড়িলেন। ,