পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२०२ ঐস্ত্রীরামকৃষ্ণকথামৃত। [ ১৮৮৫, ১১ মার্চ। প্রেমে প্রাণ মত্ত করে, প্রেম তরঙ্গে প্রাণ নাচায় । , - রাধার প্রেমে হরি বলি, আয় আয় আয় অন্নয় ॥ শ্ৰীগৌরাঙ্গের গান হইল,— গীত । - কার ভাবে গৌরবেশে জুড়ালে হে প্ৰাণ । প্রেম সাগরে উঠলে তুফান, থাকবে না আর কুলমান (মন মজালে গৌর হে ) ব্ৰজমাঝে রাখাল সাজে, চরালে গোধন, ধরলে করে মোহন বঁাশী, মজ লো গোপীর মন ; ধ’রে গোবৰ্দ্ধন, রাখলে বৃন্দাবন, মানের দায়, ধ’রে গোপীর পায়, ভেসে গেল চাদবয়ান ! ... " (মন মজালে গেীর হে )। সকলে মাষ্টারকে অনুরোধ করিতে লাগিলেন, তুমি একটা গান গাও। \ মাষ্টার একটু লাজুক, ফিস্ ফিস্ ক’রে মাপ চাহিতে লাগিলেন। গিরীশ (ঠাকুরের প্রতি, সহাস্তে )। মহাশয়! মাষ্টার কোন মতে গান গাইছে না । _ _ স্ত্রীরামকৃষ্ণ (বিরক্ত হইয়া ) । ও স্কুলে দাত বার করবে ; গান গাইতেই মাষ্টার মুখটা চুণ ক’রে খানিকক্ষণ বসিয়া রহিলেন । । শ্ৰীযুত স্বরেশ মিত্র একটু দূরে বসেছিলেন। ঠাকুর ঐরামকৃষ্ণ র্তাহার দিকে সস্নেহ দৃষ্টিপাত করিয়া শ্ৰীযুত গিরীশ ঘোষকে দেখাইয়া সহাস্তবদনে কথা কহিতে লাগিলেন। ঐরামকৃষ্ণ (সহস্যে)। তুমি তো কি ? ইনি (গিরীশ) তোমার চেয়ে। স্বরেশ (হাসিতে হাসিতে)। আজ হ, আমার বড় দাদা। (সকলের হাস্য)। গিরীশ (ঠাকুরের প্রতি ) । আচ্ছা, মহাশয় ! আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই, তবু লোকে বলে বিদ্বান ! ঐরামকৃষ্ণ। মহিম চক্রবর্তী অনেক শাস্ত্র টাস্ত্র দেখেছে শুনেছে —খুব r আধার। (মাষ্টারের প্রতি) কেমন গ । s মাষ্টার। আজ্ঞা হল । , - ,