পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্যামপুকুর বাট । ঈশান, ডাক্তার সরকার প্রভূতি ভক্ত সঙ্গে। ২৩৭ SAMSeeeSAASAASAASAASAAeeeASAMAeeeeeeeSeeeeASASASeAMAMAM AeeAMAAAA SAeAMMAeMMMAMASAMSAAAAAAAS * جی-تی-تی-اح صحنههای اهمیت রের ছেলে হয়, তো একপাতে বসে ভাত খাবে। আর শুচি অশুচি নাই, হেগে। পোদে খাবে! আবার লোক লজ্জা নাই, ছোচাবার পর যাকে তাকে পেছন ফিরে বলে—দেখ দেখি, আমার ছোচান হ’য়েছে কি না ? “আবার "বুড়োর আমি আছে ( ডাক্তারের হাস্ত )। বুড়োর অনেকগুলি পাশ । জাতি, অভিমান, লজ্জা, ঘৃণা, ভয় ইত্যাদি। বিষয় বুদ্ধি, পাটোয়ারি, কপটতা। যদি কারুর উপর আকোছ হয়, তো সহজে যায় না ;–হয়তো যত দিন বঁাচে, তত দিন যায় না। তার পাণ্ডিত্যের অহঙ্কার, ধনের অহঙ্কার ; এই সব। বুড়োর আমি কাচা আমি।”

  • ూy-ఆ

[ জ্ঞান কণহাদের হয় না । ] শ্রীরামকৃষ্ণ ( ডাক্তারের প্রতি ) ৷ চার পাচ জনের জ্ঞান হয় না। যার বিদ্যার অহঙ্কার, যার পাণ্ডিত্যের অহঙ্কার, যার ধনের অহঙ্কার, তার জ্ঞান হয় না। এ সব লোককে যদি বলা যায় যে, অমুক জায়গায় বেশ একটা সাধু আছে, দেখতে যাবে ? তার অমনি নানা ওজর ক’রে বলে, যাব না। আর মনে মনে বলে, আমি এত বড় লোক, আমি যাব ? - [ সত্ত্বগুণ ও ঈশ্বরলাভ ; ইন্দ্রিয়সংযমের উপায়। ] “তমোগুণের স্বভাব অহঙ্কার। অহঙ্কার অজ্ঞান থেকে হয়, তমোগুণ থেকে হয় । . . . “পুরাণে আছে, রাবণের রজোগুণ, কুম্ভকর্ণের তমোগুণ, বিভিষণের সত্ত্বগুণ। তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন। তমোগুণের আর একটা লক্ষণ—ক্রোধ। ক্রোধে দিক্‌বিদিক জ্ঞান থাকে না ; হহমান লঙ্কা পুড়ালেন, এ স্নান নাই যে সীতার কুটার নষ্ট হবে! “আবার তমোগুণের আর একটা লক্ষণ, কাম। পাথুরেঘাটার গিরীক্ত ঘোষ বলেছিল, কাম ক্রোধাদি রিপু এরা তো যাবে না, এদের মোড় ফিরিয়ে দাও। ঈশ্বরের কামনা কর। সচ্চিদানন্দের সহিত রমণ কর। আর ক্রোধ যদি না যায়, তবে ভক্তির তমঃ আন । কি ! আমি দুর্গানাম ক’রেছি, উদ্ধার হ’ব না ? আমার আবার পাপ কি ? আমার আবার বন্ধন কি ? তারপর ঈশ্বর লাভ করবার লোভ কর। ঈশ্বরের রূপে মুগ্ধ হও । আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ছেলে, যদি অহঙ্কার করতে হয়, তো এই অহঙ্কার কর । এই রকমে ছয় রিপুর মোড় ফিরিয়ে দিতে হয়।” и * -