পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨8૦ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৫,২২ অক্টোবর । SS SSAS SSAS A SAS AA SAASAASSAAAAAAS A SAS SSAS SSASAS AAAAAS AAAAA AAAAA S SAASAASSAAAAAAeeAMM AMMMSAAAAAAASAAAAS AAASASAAAMAMAMSAASAASAASAA AAAAMM A SAS SSAS SSAS SSASASAMAeS স্ত্রীরামকৃষ্ণ ( ডাক্তারের প্রতি)। যখন পঞ্চবটাতে মাটিতে পড়ে পড়ে আমি মাকে ডাক্তুম, আমি মাকে বলেছিলাম, মা ! আমায় দেখিয়ে দাও কৰ্ম্মীর কৰ্ম্ম করে যা পেয়েছে, যোগীর যোগ করে যা দেখেছে, জ্ঞানীরা । বিচার করে যা জেনেছে! আরও কত কি, তা বলবো ! “আহা ! কি অবস্থাই গেছে!” ঘুম যায় ! এই বলিয়া পরমহংসদেব গান করিয়া বলিতে লাগিলেন – গীত । s ঘুম ভেঙ্গেছে আর কি ঘুমাই, যোগে—যাগে জেগে আছি ! এখন যোগনিদ্ৰ। তোরে দিয়ে মা ; ঘুমেরে ঘুম পাড়ায়েছি! “আমি তো বই টই কিছুই পড়িনি, কিন্তু দেখ, মার নাম করি ব’লে সামায় সবাই মানে। শভূমম্ভিক আমায় বলেছিল, ‘ঢাল নাই তরোয়াল নাই, শাস্তিরাম সিং ” (সকলের হাস্য )। শ্ৰীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেবচরিত অভিনয় কথা হইতে লাগিল । তিনি ভাক্তারকে নিমন্ত্ৰণ করিয়া ঐ অভিনয় দেখাইয়াছিলেন। ডাক্তার উহ দেখিয়া যারপর নাই আনন্দিত হইয়াছিলেন। ডাক্তার (গিরীশের প্রতি ) ৷ তুমি বড় বদলোক! আমায় কি রোজ থিয়েটার যেতে হবে ? ঐরামকৃষ্ণ (মাষ্টারের প্রতি)। কি ব’ল্ছে, আমি বুঝতে পারছি না। মাষ্টার। ওর থিয়েটার বড় ভাল লেগেছে। তৃতীয় পরিচ্ছেদ। -- [ অবতারকথাপ্রসঙ্গে। ] , হীরামকৃষ্ণ (ঈশানের প্রতি ) ৷ তুমি কিছু বল না; এ (ডাক্তার ) অবতার মানছে না । _ - ঈশান। আজ্ঞা, কি আর বিচার করবে। বিচার আর ভাল লাগে না । স্ত্রীরামকৃষ্ণ (বিরক্ত হইয়া)। কেন ? সঙ্গত কথা বলবে না?