পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રલ 8 . শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [১৮৮৫,২৫ অক্টোবর। ম–চক্রবর্তী। দুধ যদি দরকার হয়, গাইটার শিঙ্গে মুখ দিলে কি হবে ? বাটে মুখ দিতে হবে । ( সকলের হাস্য । ) বিজয় । কিন্তু বাছুর প্রথম প্রথম এদিক উদিক ঢু মারে। শ্রীরামকৃষ্ণ ( হাসিতে হাসিতে ) ৷ আবার কেউ হয়তো বাছুরকে ঐ রকম করতে দেখে বার্টুটা ধরিয়ে দেয় । ( সকলের হাস্য )। চতুর্থ পরিচ্ছেদ । [ ভক্ত-সঙ্গে প্রেমানন্দে । ] এই সকল কথা হইতেছে, এমন সময়ে ডাক্তার তাহাকে দেখিবার জন্য আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন । ডাক্তার সরকার। কাল রাত তিনটে থেকে আমার ঘুম ভেঙ্গেছে। কেবল তোমার জন্য ভাবছিলাম,পাছে ঠাণ্ড লেগে থাকে। আরো কত কি ভাবছিলাম । শ্রীরামকৃষ্ণ । কাশি হয়েছে, টাটিয়েছে, শেষ রাত্রে একমুখ জল, আর .ষেন কাটা বিধছে ? ডাক্তার। সকালে সব খপর পেয়েছি । , শ্ৰীম–চক্ৰৱৰ্ত্তী তাহার ভারতবর্ষ ভ্রমণের কথা বলিতেছিলেন । বলিলেন যে লঙ্কাদ্বীপে laughing man' নাই । ডাক্তার সরকার বলিলেন, তা হবে ; ওটা inquire করতে হবে। (সকলের হাস্ত )। [ ডাক্তারের ব্যবসা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ । ] ডাক্তারী কৰ্ম্মের কথা পড়িল । শ্রীরামকৃষ্ণ ( ডাক্তারের প্রতি ) ৷ ডাক্তারী কৰ্ম্ম খুব উচু কৰ্ম্ম ব’লে অনেকের বোধ আছে। যদি টাকা না লয়ে পরের দুঃখ দেখে দয়া করে কেউ চিকিৎসা করে, তবে সে মহৎ । কাজটাও মহৎ । কিন্তু টাকা লয়ে এ সব কাজ করতে ক’বৃতে মানুষ নির্দয় হয়ে যায়। ব্যবসার ভাবে টাকার জন্য হাগা বাহের রং এই সব দেখা —নীচের কাজ । , ডাক্তার। তা যদি শুধু করে, তা হ’লে কাজ খারাপ বুটে । তোমার কাছে বলা গৌরব করা— । - --حياس শ্রীরামকৃষ্ণ । ই, ডাক্তার কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয়, তাহলে খুব ভাল। - 明 $ , V,,