পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত। | نتیجه احت tحیم آفت=>iخ [ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত শ্ৰীযুক্ত গিরীশ ঘোষ, মাষ্টার, ছোট নরেন্দ্র, কালী, * শরৎ, রাখাল, ডাক্তার সরকার প্রভৃতি অনেক ভক্তের কথোপকথন ও আনন্দ । ] 26th OCTOBER, 1885. প্রথম পরিচ্ছেদ । পর দিন আশ্বিনের কৃষ্ণাতৃতীয়া তিথি, সোমবার, ১১ই কাৰ্ত্তিক, ইংরাজী ২৬শে অক্টোবর ১৮৮৫ খ্ৰীষ্টাব্দ। শ্ৰীশ্ৰীপরমহংসদেব কলিকাতায় ঐ শুামপুকুরের বাটতে চিকিৎসার্থ রহিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন । তিনি প্রায় প্রত্যহ আসেন, আর র্তাহার নিকট পীড়ার সংবাদ লইয়া লোক সৰ্ব্বদা যাতায়াত করে। শরৎকাল। কয়েকদিন হইল, শারদীয়া দুর্গা পূজা হইয়া গিয়াছে। এ মহোৎসব শ্রীরামকৃষ্ণের শিষ্যমণ্ডলী হর্ষ-বিষাদে অতিবাহিত করিয়াছেন, কেননা, তিন মাস ধরিয়া গুরুদেবের কঠিন পীড়–কণ্ঠদেশে পীড়া, Cancer । সরকার ইত্যাদি ডাক্তার ইঙ্গিত করিয়াছেন, পীড়া চিকিৎসার অসাধ্য । হতভাগ্য শিষ্যেরা এ কথা শুনিয়া একাস্তে নীরবে অশ্রু বিসর্জন করেন। এক্ষণে এই শু্যামপুকুরের বাটীতে আছেন । শিষ্যেরা প্রাণপণে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবা করিতেছেন। নরেন্দ্রাদি কৌমারবৈরাগ্যযুক্ত শিষ্যগণ এই মহতী সেবা উপলক্ষে কামিনী-কাঞ্চন-ত্যাগ-পথ-প্রদর্শী সোপান আরোহণ এত পীড়া, কিন্তু দলে দলে লোক দর্শন করিতে আসিতেছেন ;–শ্রীরামকৃষ্ণের কাছে আসিলেই শান্তি ও আনন্দ হয়। -অহেতুককৃপাসিন্ধু! দয়ার

  • কালী ( স্বামী অভেদানন্দ ) এখন আমেরিকায় আছেন। শরৎ (স্বামী শারদানন্দ ) তিনিও আমেরিকায় গিয়াছিলেন । ইনি আর একটি অন্তরঙ্গ ভক্ত ।