পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ"o. - ঐত্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৫, ২৬ অক্টোবর। به همه foot" | Then I and others feel it to be the reverse (atwa সকলে ঠিক উন্টে বোধ করি,—যে আমরা পরতন্ত্র) । ( সকলের হাস্ত ) \GTēFfH I Duty3 fēSH HIỆi element Attē,–( • ) Duty x’tā কৰ্ত্তব্য কৰ্ম্ম করতে যাই, ( ২ ) পরে আহলাদ হয় । কিন্তু initial stageএ গোড়াতে ) আনন্দ হবে বলে যাই না । ছেলেবেলা দেখতুম পুরু ত সন্দেশে পিপড়ে হ’লে বড় ভাবিত হ’তে । পুরুতের প্রথমেই সন্দেশ চিন্তা করে আনন্দ হয় না—( হাস্ত্য ) প্রথমে বড় ভাবনা । , মাষ্টার (স্বগত: )। পরে আনন্দ হয়, কি সঙ্গে সঙ্গে মনে ক’রে আনন্দ হয়; বলা বড় কঠিন। আনন্দের জোরে কার্য্য হ’লে free will কোথায় থাকে ? পঞ্চম পরিচ্ছেদ । [ অহৈতুকী ভক্তি । ] ত্রীরামকৃষ্ণ। ইনি ( ডাক্তার ) যা বলেছেন, তার নাম অহৈতুকী ভক্তি । ‘মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না—কোন প্রয়োজন নাই, মহেন্দ্র সরকারকে দেখতে ভাল লাগে’ এরই নাম অহৈতুকী ভক্তি। একটু আনন্দ হয় তা কি ক’বৃবো ? “অহল্যা বলেছিলেন, হে রাম ! যদি শূকরযোনিতে জন্ম হয়, তাতেও আমার আপত্তি নাই, কিন্তু যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে—আমি আর কিছু চাই না।” "নারদ রাবণ বধের কথা স্মরণ করাবার জন্য অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি সীতারাম দর্শন ক’রে স্তব করতে লাগলেন। রামচন্দ্র স্তবে সস্তুষ্ট হয়ে ব’ল্লেন, ‘নারদ ! আমি তোমার স্তবে সস্তুষ্ট হ’য়েছি, তুমি কিছু বর লও। নারদ ব’ল্লেন ‘রাম ! যদি একান্ত আমার বর দেবে, তো এই বর দাও যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধ ভক্তি থাকে, আর এই কোরে, যেন তোমার ভূবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই "রাম ব’ল্লেন, ‘আরও কিছু বর লও। নারদ বল্লেন, ‘আর কিছুই আমি চাই না, কেবল চাই তোমার পাদপদ্মে "শুদ্ধাভক্তি’ । ~ * “এর তাই। যেমন ঈশ্বরকে শুধু দেখতে চায়, আর কিছু—ধন, মান দেহস্থখ—কিছুই চায় না । এর নাম ‘শুদ্ধাভক্তি ।” p. “আনন্দ একটু হয় বটে, কিন্তু বিষয়ের আনন্দ নয়। ভক্তির, প্রেমের