পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। কালীবাড়ী ও উদ্যান । o AMAYAeSeSeeeS SeeS S S eAAeSeAeS SeSAAAAAAS AAASASASS যাইলে আবার একটি দেউড়ী, বাগান হইতে বাহিরে আসিবার সদর ফটক । এই ফটক দিয়া অালমবাজার বা কলিকাতার লোকে যাতায়াত করেন। দক্ষিণেশ্বরের লোক খিড়কী ফটক দিয়া আসেন। কলিকাতার লোক প্রায়ই । এই ফটক দিয়া কালীবাড়ীতে প্রবেশ করেন। সেখানেও দ্বারবান বসিয়া পাহারা দিতেছে । কলিকাতা হইতে পরমহংসদেব যখন গভীর রাত্রে কালী বাড়ীতে ফিরিয়া আসিতেন, তখন এই দেউড়ীর দ্বারবান চাবি খুলিয়া দিত । পরমহংসদেব দ্বারবানকে ডাকিয়া ঘরে লইয়া যাইতেন, ও লুচিমিষ্টান্নাদি ঠাকুরের প্রসাদ তাহাকে দিতেন । t * ”ཅིང་། ১৭। হাসপুকুর, আস্তাবল ও গোশাল । পঞ্চবটীর পূর্বদিকে আর একটা পুষ্করিণী, নাম হাসপুকুর। ঐ পুষ্করিণীর । উত্তরপূৰ্ব্ব কোণে আস্তাবল ও গোশালা। গোশালার পূর্বদিকে খিড়কী : ফটক। এই ফটক দিয়া দক্ষিণেশ্বরের গ্রামে যাওয়া যায়। যে সকল পূজারী । বা অন্য কৰ্ম্মচারী পরিবার আনিয়া দক্ষিণেশ্বরে রাখিয়াছেন, তাহারা বা *। দের ছেলেরা এই পথ দিয়া যাতায়াত করেন । * ১৮, ১৯ । পুম্পোদ্যাল । উদ্যানের দক্ষিণপ্রান্ত হইতে উত্তরে বকুলতলা ও পঞ্চবটী পৰ্য্যস্ত গঙ্গার ধা', দিয়া পথ গিয়াছে। সেই পথের দুইপাশ্বে পুষ্পবৃক্ষ । বকুলতলা হইতে বটা পৰ্য্যন্ত মাঝে মাঝে বামপার্থে পুষ্পবৃক্ষ। আবার কুঠার দক্ষিণপার্শ্ব দিয়া' পূৰ্ব্বপশ্চিমে যে পথ গিয়াছে, তাহারও দুই পাশ্বে পুষ্পবৃক্ষ। গাজিতল হইতে গোশাল পৰ্য্যস্ত, কুঠ ও হাসপুকুরের পূর্বদিকে যে ভূমিখণ্ড, তাহার মধ্যেও নানাজাতীয় পুষ্পবৃক্ষ, ফলের বৃক্ষ ও একটী পুষ্করিণী আছে। অতি প্রত্যুষে পূৰ্ব্বদিক্ রক্তিমবর্ণ হইতে না হইতে যখন মাতিং স্বমধুর শব্দ হইতে থাকে ও শানাইয়ে প্রভাতী রাগরাগিণী বাজিতে থাকে? তখন হইতেই মাকালীর বাগানে পুষ্পচয়ন আরম্ভ হয়। গঙ্গাতীরে পঞ্চ? বটাঁর সম্মুখে বিশ্ববৃক্ষ ও সৌরভপূর্ণ গুলচী ফুলের গাছ । মল্লিক, মাধবী ও গুলচী ফুল শ্রীরামকৃষ্ণ বড় ভালবাসেন। মাধবীলতা তিনি শ্ৰীবৃন্দাবনধাম হইতে আনিয়া পুতিয়া দিয়াছিলেন। হাসপুকুর ও কুঠার পূর্বদিকে ત્યાં ভূমিখণ্ড, তন্মধ্যে পুকুরের ধারে চম্পক বৃক্ষ। কিয়দূরে ঝুমকাজবা, গোলাপ ও কাঞ্চনপুষ্প । বেড়ার উপর অপরাজিতা—নিকটে জুই, কোথাও বা সেফালিকা। দ্বাদশ মন্দিরের পশ্চিম গায়ে বরাবর শ্বেতকরবী, রক্তকরবী,