পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ - শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ ১৮৮২ মার্চ। ہن-5یہ-سیجے میں SAMAeAASAAAA SAAAAAAAS AAAAA AAAAeeAM پیحیی صحمایی 钴 - SAMAMMSAeMAMMAMMSMA SAMAMMAAASAAAA بیتههای تحق چھا یمامہ = ہیعلیھ* =略 ہےھ= بيين حمق (মাষ্টারের প্রতি) ইংরাজীতে কি কোন তর্কের বই আছে গা ? মাষ্টার । আজ্ঞে ই, ইংরাজীতে স্তায়শাস্ত্র ( Logic) অাছে। ঐরামকৃষ্ণ । আচ্ছ, কি রকম একটু বল দেখি । মাষ্টার এইবার মুস্কিলে পড়িলেন। বলিলেন— “এক রকম আছে, সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌছান। যেমন, —সব মানুষ ম’রে যাবে ; পণ্ডিতেরা মানুষ ; অতএব পণ্ডিতেরা মরে যাবে। “আর এক রকম আছে, বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌছান। যেমন,—এ কাকটা কালো ; ও কাকটা কালো ; (আবার ) যত কাক দেখছি, সবই কালো ; অতএব সব কাকই কালো । “কিন্তু এ রকমে সিদ্ধান্ত করলে ভুল হ’তে পারে ; কেননা, হয় তো খুজতে খুজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আর এক দৃষ্টান্ত,— যেখানে বৃষ্টি, সেইখানে মেঘ ছিল বা আছে ; অতএব এই সাধারণ সিদ্ধান্ত । হ’ল যে, মেঘ থেকে বৃষ্টি হয় । আরো এক দৃষ্টান্ত–এ মানুষটার বত্রিশ দাত আছে ; ও মাছুষটার বত্রিশ দাত , আবার যে কোন মানুষ দেখছি, তারই বত্রিশ দাত অাছে। অতএব সব মাহুষেরই বত্রিশ দাত আছে। “এরূপ সাধারণ সিদ্ধাস্তের কথা ইংরাজী ন্যায়শাস্ত্রে আছে।” ঠাকুর ঐরামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র। শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন । কাজে কাজেই আর এ বিষয়ে বেশী প্রসঙ্গ হইল না । অষ্টম পরিচ্ছেদ। শ্রীতিবিপ্রতিপন্ন তে যদা স্থাস্ততি নিশ্চল । সমাধাৱচলা বুদ্ধিস্তদা যোগমবাপ শুসি। গীতা, ২, ৩ r lo hasta .. المه - [ ‘সমাধি-মন্দিরে’ী * সভাভঙ্গ হইল। ভক্তেরা এদিক ওদিকৃ.পাইচারি করিতে লাগিলেন। মাষ্টারও পঞ্চবটী ইত্যাদি স্থানে বেড়াইতে লাগিলেন, তখন বেলা আন্দাজ । পাচটা । কিয়ৎক্ষণ পরে মাষ্টার ঠাকুর-শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তরদিকের ছোট বারাণ্ডার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে! ঠাকুর হীরামকৃষ্ণ স্থির হইয়া দাড়াইয়। রহিয়াছেন। নরেন্দ্র গান করিতে--