পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত। • ... ! مسسسسسسسسسس جمعصممكOنة عصمت سسسسسسسسسسد ssSt=[ = '<a ' - 3تكبته. سسسسسـ- O مسسسسد مرعبة ** সিতি ব্রাহ্মসমাজ দর্শন ও শ্ৰীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্মভক্তদিগের সহিত কথোপকথন ও আনন্দ । - 28th, OCTOBER, 1882. * প্রথম পরিচ্ছেদ । উৎসবমন্দিরে। ] | প্রায় বিংশ বর্ষ - অতীত হইল, শ্ৰীশ্ৰীপরমহংসদেব সিতির ব্রাহ্মসমাজ দর্শন করিতে গিয়াছিলেন। ২৮এ অক্টোবর, ইং ১৮৮২ খৃষ্টাব্দ, শনিবার। . আশ্বিন মাসের কৃষ্ণাদ্বিতীয় তিথি । আজ এখানে মহোৎসব। ব্রহ্মসমাজের । যাশ্লাসিক। তাই ভগবান ত্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ। বেলা ৩টা, ৪টার o সময় তিনি কয়েকজন ভক্তসঙ্গে গাড়ী করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটা হইতে । ঐযুক্ত বেণীমাধব পালের মনোহর উদ্যানবাটীতে উপস্থিত হইলেন। এই উদ্যানবাটীতে ব্ৰাহ্মসমাজের অধিবেশন হইয়া থাকে। ব্রাহ্মসমাজকে তিনি বড় ভালবাসেন ! ব্রাহ্মভক্তগণও র্তাহাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন । ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিন্য শ্ৰীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী-বক্ষে, কালীবাট হইতে কলিকাভ পৰ্য্যন্ত ভক্ত সঙ্গে ষ্টীমার করিয়৷ বেড়াইতে আসিয়াছিলেন। । সিতি পাইকপাড়ার নিকট। কলিকাতা হইতে দেড় ক্রোশ উত্তরে। . উদ্যানবাটাটা মনোহর ৰলিয়াছি ! স্থানটা অতি নিভৃত । ভগবানের : উপাসনার পক্ষে বিশেষ উপযোগী। উদ্যানস্বামী বৎসরে দুইৰার মহোৎসব । - ‘’s * -