পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* চতুর্থ পরিচ্ছেদ। - আপুৰ্য্যমাণমচল প্রতিষ্ঠং সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ । তৎকামা যং প্রবিশন্তি সৰ্ব্বেস শান্তিমপ্নোতি ন কামকামী । গীত, ২, ৭ : [ দাসত্ব ও ‘কামিনী’ । ] . . ; শ্রীরামকৃষ্ণ (বিজয়ের প্রতি) । আগে আত আসতে 5 এখন আস না কেন ? বিজয় । এখানে আসবার খুব ইচ্ছ ; কিন্তু আমি স্বাধীন নই, সমাজের কাজ স্বীকার করেছি। । শ্রীরামকৃষ্ণ (বিজয়ের প্রতি) । কামিনী-কাঞ্চনে জীবকে বদ্ধ করে, জীবের স্বাধীনতা যায়। কামিনী থেকেই কাঞ্চনের দরকার। তার জন্য পরের দাসত্ব করতে হয়। স্বাধীনতা চলে যায়। তোমার মনের মত কাজ করতে জয়পুরে গোবিনজীর পূজারীর প্রথম প্রথম বিবাহ করে নাই। তখন খুব তেজস্ব ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তা তারা যায় নাই। త ছিলঃ --রাজাকে আসতে বল। তারপর রাজা ও পাঁচজনে, তাদের বিয়ে ... . . . . ." . করুবার জন্য, আর কাছারও o, ডাকতে হলো না। নিজে নিজেই গিয়ে উপস্থিত। মহারাঞ্জ, আশীৰ্ব্বন্ধ कइरङ এসেছি, এই নিৰ্ম্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাীে ई रू স্বত্বে । হয় ; আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, বাৱশে হাড় আর তেরশে নেড়ী তার সাক্ষী উদম,সাড়। এ গল্পতে। জান। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভঞ্জের তেলশো ন্যাড়া শিন্য ছিল। . তারা যখন সিদ্ধ ইয়ে গেল, তখন বীরভস্ত্রের ভয় হলো। তিনি-ভাবতে । গিাগুলেন, ‘এরা সিদ্ধ হলো ; লোককে যা বলবে তাই ফলবে ; যে দিক দিয়ে । স্বাবে, সেই দিকেই ভয় ; কেন না, লোক ন-জেনে যদি অপরাধ করে, তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভত্র তাদের ডেকে বল্লেন,-তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্য আছিক করে এস। স্তাড়াদের এত তেজ যে, ধান করতে করতে সমাধি হলো। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে, হস । নাই। আবার স্কটি পড়ছে তবু ধান ভাঙ্গে না। ভেরশোর মধ্যে একশে৷