পাতা:শ্রীশ্রীরাসবিলাসাখ্য গ্রন্থ.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ ঐরাসবিলাস । ঘনে ॥ ১। প্রাণনাথ কেন এত কঠিন হৃদয়। রঞ্চির শিরোমণি, হয়ে এত ক্রুর বাণী, কহ তব উপযুক্ত নয়। ধ্রু। তোমার এ বাকবাণ, প্রবেশি মোদের প্রাণ, বিদারছে বঙ্গে যেন গিরি। তোমার ভজন আশে, তেজি মোরা গৃহবাসে, নিশিতে হয়েছি বনচারী। ২। তেজি ধৰ্ম্ম লাজকুল, ভজেছি চরণমূল, তুমি তবু প্রতিকূল হয়ে। ধৰ্ম্মাভাস উপদেশে, উপেখিছ কি সাহসে, বলিহারি যাই তব হিয়ে ॥ ৩। তুমি ষে করিছ কৰ্ম্ম, তোমার এ কোন ধৰ্ম্ম কহ নাথ আপনি বিচারি। আশা করি যে যাহার, তেজে গুহ পরিবার, সেকি করে নাচের ভিখারি। ৪। অতএব দয়াময়, তেজিয়ে কঠিনাশয়, ভজহ ভজনকারি জনে। যেন দেব নারায়ণ, স্বভজন পরায়ণ জনে ভজে মুক্তিলিপ গণে ॥৫ ॥ তোমার প্রতিজ্ঞ এই যেৰূপেতে ভজে যেই, তারে তুমি ভজ সেই ৰূপে। সুদৃঢ় প্রতিজ্ঞ৷ সেই এবে তুমি সে আগ্রহ, বল হে তেজিলে কোন ৰূপে ॥ ৬ ॥ শুন-ওহে প্রাণনাথ, কর কৃপাদৃষ্টিপাত, উপেক্ষা না কর দাসী জনে। তোমার চরণমূলে, সুপেছি হে জাতিকুলে, উপক্ষিলে মরে গোপীগণে ॥ ৭ . এইৰূপ দৈনকরি, প্রকটার্থে গোপনারী, নটবরে করে নিবেদন । শ্লেষার্থে ঔদাস্যময়, নিজ ভাব প্রকাশয়, কহি তাই করই শ্রবণ ॥৮ গোপী কহে বনমালি, কেন কর চতুরালী, তেজ চুন্নাগ্রহ অতি শয়। নিশিতে রমণী পেয়ে, কহ এত কি লাগিয়ে, হেন ক্রর বাক্য যোগ্য নয়। ১ ॥ যদি থাকে অভিলাষ, করিতে রান্সবিলাস, তবে ভজ সদৃশী কামিনী। যে তেজি বিষয় কৰ্ম্ম, লোক লজ্জা ভয় ধৰ্ম্ম, তব পদ ভজয়ে আপনি ৷ ২ ৷ তারে ভজা যোগ্য হয়, ইখে ব্যবহার চয়, দেখ যথা আদি নারায়ণ। মুমুকু স্বত্ত ক্তজনে, ভজে নাহি চাহে আনে, তুমি কেন কর অকরণ ॥ ৩ ॥ অতএব শুন ক্ষরি, আমাদের অাশা ছাড়ি, সৰ্ব্বভাবে ভজ অন্য