পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায়—সনাতন নীলাচলে কালের পিতা আমায় আদর করে ডেকেছেন, আমাকে কেউ আজ ধরে রাখতে পারবে না। (বাতায়ন সন্নিধানে ছুটয়৷ গিয়া আকাশের প্রতি । যাই, যাই প্রভু, একটু অপেক্ষা কর, দয়। করে একটু অপেক্ষ কর ; আমি চলেছি, দয়াল ! কিন্তু—কিন্তু— বলিতে বলিতে রঘুনাথ মূৰ্ছিত হইয়া পড়িলেন। সামান্ত শুশ্রীমায় তাহার চৈতন্ত্যোদয় হইল। তখন হিরণ্য ও গোবদ্ধন দ্বার বন্ধ করিয়া প্রস্থান করিলেন । চতুর্দিকে প্রহরী বসিল। রঘুনাথ বন্দী হইলেন। তৃতীয় অধ্যায় সনাতন—নীলাচলে সনাতনের অঙ্গময় গলিতকুষ্ঠ, ক্লেদ নির্গত হইতেছে। তদ্ধেতু সনাতন দুঃখিত নহেন। তাহার বিশ্বাস, প্রভুর ইচ্ছা ব্যতীতV বিশ্বে কিছুই ঘটিতে পারে না । তাহার ইচ্ছাতেই আজ এই ঘুণ্য রোগ। আশীৰ্ব্বাদ-স্বরূপ এই দারুণ ব্যাধি সনাতন মাথা পাতিয়া গ্রহণ করিলেন । この?