পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রীসনাতন গোস্বামী সনাতন নীলাচলে আসিয়া হরিদাসের বাসস্থান অনুসন্ধান করিয়া লইলেন। সনাতনের জাতি নাই, তিনি মুসলমানের নিমখ খাইয়া হিন্দুর জাতি মারিয়াছেন, দেবমন্দির ভাঙ্গিয়াছেন ; হিন্দু সমাজ তাহাকে গ্রহণ করিবে কেন ? সনাতন আপনাকে মানবমাত্রেরই অস্পৃশ্য বিবেচনা করিয়া সদাশয় ও মহাপ্রেমিক হরিদসের আশ্রয় গ্রহণ করিলেন । হরিদাসের তখন অনেক বয়স ; তিনি প্রভুর চেয়ে পয়ত্রিশ বৎসরের বড়, এমন কি নিত্যানন্দের চেয়েও তেইশ বছরের বড় ; তবে তাহার গুরু অদ্বৈ তfচর্য্যর চেয়ে সতর বছরের ছোট। বয়সের সঙ্গে তাহার দেহ কিছু স্থল হইয়া পড়িয়াছে। তিনি চিরদিনই কিঞ্চিৎ স্থল, তবে ইদানীং কিছু বাড়াবাড়ি । জপ করিবার আর সে শক্তি নাই ; দেহ রাখিবার বাসনা ও মনোমধ্যে জাগিয়া উঠিয়াছে। মনকে বলেন, যদি তাকে ডাকৃতেই পারবি না, তপন আর দেহ নিয়ে ফল কি । সনাতন আসিয়া হরিদাসের চরণবন্দনা করিলেন ; হরিদাস তাহাকে টানিয়া লইয়া বাহুপাশে আবদ্ধ করিলেন। প্রভুর কথা জিজ্ঞাসা করিতে না করিতে প্রভু সপর্ষিদ তথায় উপনীত হইলেন । প্রভুকে দর্শনমাত্র উভয়ে তাহার চরণে পড়িলেন। প্রভূ, সনাতনকে চিনিবামাত্র দুই বাহু প্রসারণ পূৰ্ব্বক তাহাকে আলিঙ্গন করিতে উষ্ঠত হইলেন। সনাতন পিছাইয়া গেলেন ; ミ○ゲ