পাতা:শ্রীসনাতন গোস্বামী.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসনাতন গোস্বামী গৰ্ব্ব না থাকিলে কিঞ্চিৎ অশোভন হইত। রামচন্দ্র সন্নিকটস্থ রাজাপুর গ্রামে তাহার জন্য এক অট্টালিকা নিৰ্ম্মাণ করিয়া দিয়াছিলেন এবং পঙ্গী-তরণীতে চড়িয়া খাল বহিয়া হীরার গৃহে যাতায়াত করিতেন। সে খল বন্ধ হইয়া গিয়াছে, গ্রাম ক্ষেত্রে পরিণত হইয়াছে ; কিন্তু হীরার অট্টালিকার ধ্বংসাবশেষ আজও আছে ; আর আছে তাহার স্মৃতি । - গৰ্ব্বভরে হীরা, রামচন্দ্রের নিকট প্রতিজ্ঞ করিল, তিন দিবসের মধ্যে সে হরিদাসের ধৰ্ম্ম নষ্ট করিবে । নানালঙ্কারে সজ্জিত হইয় হীরা একদা সন্ধ্যাকালে হরিদাসের ফুটারে আসিয়৷ দর্শন দিল। হরিদাস তখন জপে নিবিষ্টচিত্ত। তিনি মৃদুস্বরে বা মনে মনে জপ করিতে জানিতেন না—গগনবিদারী উচ্চকণ্ঠে জপ করিতেন। পাবনাণাং পাবন হরিনাম নিজে শুনিয়া দেহ পবিত্র করিতেন, আর পশুপক্ষী স্থাবর জঙ্গম মানুষ বা প্রেত, যে কেহ নিকটে থাকিত, তাহাকে শুনাইয়া পবিত্র করিতেন। তিনি জপ করিতেছেন— হরি হরি হরি হরি হরি হরি হরি হে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে— হীরা শুনিল, অদূরে বসিয়া শুনিতে লাগিল। হরিদাসের চক্ষু অশ্রুপূর্ণ, তিনি হীরাকে দেখিতে পাইলেন না। হীরা অলঙ্কার শিঞ্জিতে তাহার উপস্থিতি জানাইল ; হরিদাসের কর্ণ לל