পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[SS ] সিদ্ধেশ্বর সাত-আনির বাড়ী হইতে বাহির হইয়া যখন পথে আসিয়া দাড়াইলেন, তখন তাহার উগ্ৰ ভাব কমিয়া গিয়াছে। তাহার তখন মনে হইল, কাজটা বড়ই অন্যায় হইয়া গিয়াছে। কাকা-বাবু পূজনীয় ব্যক্তি ; কথাগুলা তার সন্ত্রম রক্ষা করিয়া বলা হয় নাই। তিনি না হয় রাগের বশে দশটা অত্যায় কথাই বলিয়াছিলেন ; তাই বলিয় তাহার মুখের উপর এমন রুঢ় ভাষায় কথাগুলি বলা বড়ই খারাপ হইয়াছে। চুপ করিয়া চলিয়া অসিলেই হইত। কিন্তু তখনই তাহার মনে श्न, অন্ত কথা হইলে ত তিনি অমন উত্তেজিত হইতেন না ; তিনি যে তাতার চরিত্রের উপর কুৎসিত আক্রমণ করিয়াছিলেন। সে কথা, না:, কিছুতেই সহ করা যায় ন!—কিছুতেই না । কিন্তু, হরিহর কি মনে করিল ! তাহার দাদা তাহারই সন্মুখে দাড়াইয় তাহার পিতাকে এমন অপমান- • সুচক কথা বলিল, ইহাতে তাহার মনে নিশ্চয়ই বড় বেদনা লাগিয়াছে। সেই জন্তই মনে বড় কষ্ট হইতেছে! আহা, বেচারীর মা নাই, পিতাও ঐ এক রকমের মানুষ! ছেলেটার বড়ই দুর্ভাগ্য ! হয় ত কাকা-বাবু তাকে আমাদের বাড়ীর সঙ্গে কোন সম্বন্ধ রাখতে নিষেধ করে দেবেন। তাছা হলে তার কি অবস্থা হবে। না, না, রাগের বশে কাজটা সত্যসত্যই ভাল ఎ)