পাতা:সংগীতানন্দ লহরী.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬ ] গুরি । * । কৰ্ম্ম বাতাস মায়া মেঘে সদাই পড়ে মোছ বারি। চঞ্চল চপল। ভ্রনে, ঘনে ডাকে ঘটা করি II ১ li ভাঙ্গিল মাস্তুল মন সুকৰ্ম্ম বাদাম গেল পড়ি। তরী গরোক হয় অণবৰ্ত্ত কামে, পাপের ভরায় হয়ে ভরি ৷ ২ ৷ জ্ঞান সুর্য্য অস্ত হৈল অজ্ঞান তিমির যেরি । একুল ওকুল দুকূল পাথার, হত ভৈল বুদ্ধি দারি ৷ ৩ ৷ ভেবে ধন্দ রামচন্দ্র, উপায় শুন্য হৈল তারি। করুণ নোঙ্গর কর তায়, কর্ণধার করুণা করি। ৪। -...-- সাধের ঘুমের ঘুম ভাঙ্গে না। ধ্ৰুং ।। ভাল পেয়েছোরে ভবে কাল বিছান । * ! পেযেছ সুখ শর্বরী জেনেছে। কি ভোর হবে না । তোর কেলেতে কমন কান্তা, তারে ছেড়ে পাশ ফিরোন ৷ ১ ৷ অসার চাদর দিয়াছ গায় মুখ ঢেকে তার মুখ খোলানা শীত গ্রীষ্ম সমান ভাবে, ধোবার ঘরে তার কাচোন ৷ ২ ৷ খেয়েছ বিযয় মদ সেমদের আর ঘোর ঘোচেনা দিবানিসি মুদে আঁখি, অলসে প্রকাশ পায় r! I ৩। অতি মন্দ রামচন্দ্র ঘুনাইয়া আসি পুরে না। তোর যুমে মহা ঘুম হইবে, ডাকিলে চেতন পাবে না। ৪ । রাগিণী যুরট জয়জয়ন্তী। তাল ৰূপতাল। যটুচক্র বর্ণনা ৷ কালী কুণ্ডলী ৰূপা কাম পীঠান্তরে, বিহরে স্বয়ম্ভ নাম