পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I s ] মাখা মড়ার খুলি, মুখে সুধা ধার। ৩। কাণে জবা এলো চুল, রক্ত আঁখি দুলু ঢুল, ববম্ ববম্ করে তুল, অদ্বৈত আচার। ৫ ৷ কালীদাসের হৈতে দাস, রামচন্দ্রের অভি লাস, না ঘুচিল মনের ত্রাস, দুকূল আঁধার। ৫ । e উক্ত রাগেণ। জলদ তেতালা তালেন গীয়তে। e ()= কালীকুলাও গো এবার। আমার মনের অনুসার। ধ্ৰুং।। তব পদে রতি মতি, হয়েছে তার অসঙ্গতি, করিতে চাই সুল ঙ্গতি, নামিলে উদ্বার । * { দরিদ্র করিলে ঋণ, দিতে না পারে কখন, মিছাসে করে যতন, চেষ্টা মাত্র সার। ২॥দেখি য়া দারিদ্র দোষে, কেহনা সম্ভাষে দাসে, রামচন্দ্র এই ভাষে, জমা শূন্য যার 1৷ ৩ ৷৷ ঘুমে হইলি বিভোর, তোর ঘরে কাল চোর ॥ ধ্ৰুং।। এনিদ্রা স্বাধীন তোর, জাগিলে জাগিতে পার, ঘটাবে সে মহানিদ্রা, নাহি হবে ভোর৷ ১ ৷ চেীর সঙ্গে ঘুমাও ঘরে, নাহিক ভয় অন্তরে, করিলে চোরেতে চুরি, কেকরিবে সোর। ২। কি সাহসে করি ভর, উপায় নাহিক তার, রাম চন্দ্রের ঘটান্তরে, থাকিল এ ঘোর ॥ ৩৷৷