পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ጏꬃ8 মংবাদ পত্রে সেনকালের কথা “ ( ২২ জুন ১৮৩৯ , ৯ আষাঢ় ১২৪৬ ) দৈনিক সস্বাদ পত্র।—শুনিয়া পরমাপ্যায়িত হইলাম যে সম্বাদ প্রভাকর সম্পাদক শ্ৰীযুক্ত বাবু ঈশ্বরচন্দ্র গুপ্ত মহাশয় আষাঢ়ের প্রথম দিবসাবধি প্রভাকর প্রতিদিন উদিত করিতে নিশ্চিত করিয়াছেন ।... ঐ পত্রসম্পাদক মফঃসলের গ্রাহক ব্যক্তিরদের উপরে তাদশ ভরসা করিতে পারেন না যেহেতুক তিনি অতি বদান্তত পূর্বক ঐ সম্বাদ পত্রের মাসিক মূল্য ১ টাকা মাত্র স্থির করিয়াছেন অথচ তাহার মাসুল মাসিক ৩ টাকা লাগিবে... । - { ৫ মার্চ ১৮৩১ + ২৩ ফাঙ্কন ১২৩৭ ) সম্বাদ স্থধাকর —আমরা অত্যাহলাদপূর্বক সকলকে জ্ঞাপন করিতেছি যে কলিকাতায় গৌড়ীয় ভাষায় সম্বাদ মুধাকরনামক এক সম্বাদপত্র গত সপ্তাহে প্রকাশ হইয়াছে। , এইক্ষণে বাঙ্গলা ভাষায় ৬ সস্বাদপত্র ও ইঙ্গরেজী বাঙ্গলায় ১ এবং ফারসী ভাষায় ১ ও এতদেশীয় কোন বিজ্ঞ লোককর্তৃক রচিত ইঙ্গরেজী ভাষায় ১ স্বাদপত্র প্রকাশিত হইতেছে তাহাতে এতদেশীয় লোকেরদের মনোরঞ্জন ও বহুদর্শনার্থ সৰ্ব্বস্বদ্ধ এইক্ষণে ৯ সস্বাদপত্র মুদ্রিত হইতেছে । ( ২৬ মার্চ ১৮৩১ । ১৪ চৈত্র ১২৩৭ ) “স্বধাকর পত্রের প্রকাশক কাচনাপাড়ানিবাসি বৈদ্য কুলোম্ভব শ্ৰীযুত প্রেমচাঁদ রায়.। ( ২৬ মার্চ ১৮৩১ । ১৪ চৈত্র ১২৩৭ ) জামজাহামুমানামক যে পারসী কাগজ প্রকাশ হইতেছে ত স্থার প্রকাশক কলিকাতার কলুটোলানিবাসি শ্ৰীযুত হরিহর দত্ত ইনি সতীর বিপক্ষ বটেন যেহেতুক সতী নিবারণ আইন হইলে শ্ৰীযুত গবরনর জেনরল বাহাদুরকে যে কএক জন প্রশংসা পত্র প্রদান করিয়াছিলেন তাহাতে হরিহর দত্তের নাম সম্বাদ পত্রে প্রকাশিত হইয়াছিল••• । ( ২৩ এপ্রিল ১৮৩১ । ১১ বৈশাখ ১২৩৮ ) চন্দ্রিক প্রকাশক.লেখেন যে (ইঙ্গরেজী সমাচারপত্র দৃষ্টিতে বাঙ্গল সমাচারপত্র প্রকাশ হয় নাই ) তাহাতে আমার অনুমান হয় যে ইঙ্গরেজী সমাচারপত্র স্বষ্টি হইবার পূৰ্ব্বে চন্দ্রিকণপ্রকাশক সমাচারপত্রের রীতি বত্ম ঐশিক শক্তিদ্বারা অথবা স্বপ্লাদেশে প্রাপ্ত হইয়াছেন ইহাতে সন্দেহ নাই । আরও লেখেন যে ( বাঙ্গলা ভাষার পত্রস্থজন হইবার তাৎপৰ্য্য পূৰ্ব্বে অনুষ্ঠানপত্রে ব্যক্ত হইয়াছিল তাহা বুঝি ঐ লেখকের স্মরণে নাই ) উত্তর আমি চন্দ্রিকাকারের এ কথা স্বীকার করি কেননা তাহার অনুষ্ঠান পত্রে শ্ৰীমদ্ভাগবত ও ক্রিয়াযোগসার ভাষা নববাবু বিলাস ভ্রমতি গগণমধ্যে কচ্ছপী পক্ষহীন