পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাহিত্য ఫింల কল্য অপরাহ্নে শ্ৰীযুত টর্টন সাহেব রাজা রাজনারায়ণ রায়ের নামে হাবিয়স কর্পস নামক পরওয়ানা পাইলেন তাহাতে এই হুকুম ছিল যে ঐ অভাগা ভাস্কর সম্পাদক শ্ৰীযুত শ্ৰীনাথ রায়কে আদালতে উপস্থিত করেন । যে বিবরণ পত্রফ্রমে এই পরওয়ানা দেওয়া গেল তাহাতে শপথপূর্বক এমত লিখিত ছিল যে কএক জন লাঠিয়ার ও অস্ত্রধারি ব্যক্তি শ্ৰীনাথ রায়কে ধরিয়া প্রহার করিয়াছে এবং ঐ প্রহারকেরদিগকে জিজ্ঞাসা করা গেল যে তোমরা এই মারিপিট কাহার হুকুমে করিতেছ তাহারা কহিল ষে মহারাজ রাজনারায়ণ রায় বাহাদুরের হুকুমে করিতেছি মহারাজ আমারদিগকে হুকুম দিয়াছেন যে ঐ শ্রীনাথের মুণ্ডচ্ছেদন করিয়া আইস । ঐ সাক্ষির আরো লেখেন যে আমরা দেখিলাম আন্দুলের বাটতে রাজার সম্মুখেই তাহার দূতেরা শ্ৰীনাথ রায়ের গাত্রে বিছোট লাগাইতেছে তাহাতে শ্ৰীনাথ রায় অত্যন্ত যন্ত্রণায় চীৎকার শব্দে দোহাই২ করিতেছেন । আমরা এই বিষয়ে এইক্ষণে আর কিছু কহিলাম না যেহেতুক শ্ৰীনাথ রায় সুপ্রিমকোর্টের অধীন আছেন এইক্ষণে যথার্থ যাহা তাহাই হইবে । ( ২৫ জানুয়ারি ১৮৪০ । ১৩ মাঘ ১২৪৬ ) শ্রীনাথ রায়ের মোকদম। —শ্ৰীনাথ রায়ের মোকদ্দমা বিষয়ে নীচে লিখিত বিবরণ আমরা নানা সম্বাদ পত্র হইতে গ্রহণ করিলাম । বহুবাজার নিবাসি রামচাদ ঘটক ও চবিবশ পরগনার অন্তঃপাতি রামকৃষ্ণপুর গ্রাম নিবাসি তারাচাদ চাটুয্যে ইহারা আন্দুলের রাজা রাজনারায়ণ রায়ের কৰ্ম্মকারক ১০ তারিখে মাজিস্ত্রেট সাহেবের সম্মুখে উপস্থিত হইয়া এই সাক্ষ্য দিলেন যে ৯ তারিখে রাজা রাজনারায়ণ রায়ের হুকুমত্রুমে ভৈরবচন্দ্র চাটুয্যে ও কালীপ্রসাদ নন্দী ও বারকত সিংহ ও হর খানসামা ও শীতল সিংহ ও জগমোহন শ্ৰীনাথ রায়কে মারপিট করিয়া শুকেশের রাস্তার নিকটস্থ বাট হইতে ধুতকরণ পূৰ্ব্বক অত্যস্ত প্রহার করত আন্দুলের বাটতে লইয়া গেল। এবং শ্ৰীনাথ রায় যে প্ৰহারিত হইয়াছিলেন তৎপ্রযুক্ত উখান শক্তি রহিত হইয়া অচৈতন্য প্রায় ছিলেন র্তাহাকে ধরিয়া উঠাইতে বসাইতে হইয়াছিল । এইপ্রযুক্ত ঐ সকল ব্যক্তিরদিগকে গ্রেপ্তার করণার্থ এক পরওয়ান বাহির হইল এই বিষয় আসামীর অবগত হইয়া ১৭ জানুআরি তারিখে শীতল সিংহ ও জগমোহন ব্যতিরেকে অন্য ব্যক্তিরা স্বেচ্ছাপূৰ্ব্বক উপস্থিত হইয়া এই মোকদ্দমায় জওয়াব দেওনের বিষয়ে প্রত্যেক ব্যক্তি ৫০০ টাকার তাইনে জামীন দিলেন এবং প্রত্যেক জন জামীনের জামীন দুই জনের প্রত্যেকে ২৫০ টাকা করিয়া জামীন দিতে হইল । রাজা রাজনারায়ণ রায়ের শু্যালক কালীপ্রসাদ ঘোষ এবং বৈদ্যনাথ দে সরকার ইহারা আসামীর জামীন হইলেন ।