পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&še মgৱাদপত্রে-মেকালেক্স কথা রজতনির্মিত জলাধার বস্ত্রাধার তামূলাধার গন্ধমাল্য দীপাদি আধার প্রশস্তপাত্র ইত্যাদিতে দুই দানসাগর অর্থাৎ ৩২ ষোড়শ এই দুই দানসাগর উভয় পাশ্ব স্থাপিত তন্মধ্যবৰ্ত্তি এক হিরন্ময় ষোড়শস্থিত তৎশিরোভাগে মসলন্দ তাহাতে অপূৰ্ব্বোপবেশনাসন এবং গন্ধাধার অর্থাৎ আতরদান গোলাবপাস ও পানদান আড়ানি মৌরছোল পাজক্ষ চৌরী আশাসোট। ইত্যাদি তদুত্তর বিলক্ষণ বিলক্ষণ শয্যা তাহার পারিপাট্যের ক্রটি নাই ঐ খাটের পাটপটী কাষ্ঠসকল রজতমণ্ডিত এবং অপূর্ব পট্টস্বত্রনিৰ্মিত বস্ত্রে মশকনিবারক আচ্ছাদিত হওয়াতে বিলক্ষণ সুসজ্জিত হইয়াছিল । অপরঞ্চ উক্ত প্রত্যেক ষোড়শদানের সঙ্গে গে বিনিময়ে প্রায় লোকে গোমূল্য কাৰ্য পণ বরাটিকাই দিয়া থাকেন কিন্তু এস্থলে তাহা নহে অপূৰ্ব্ব দুগ্ধবতী বৎসসহিত ধেনু প্রত্যেক দানের নিকট দোখায় বান্ধা ছিল আর তাবৎ শয্যা ও ছত্র পাদুকাদির বিশেষ লেখা লিপিবাহুল্য ফলতঃ সকল দ্রব্যই সভা উজ্জলকার বটে এই দানসন্নিধানে প্রথমতঃ ব্রাহ্মণ পণ্ডিতাদির উপবেশন স্থান তদুত্তর কায়স্থাদি বিশিষ্ট শিষ্ট সভ্য ভব্যাঢ্য মহাশয়দিগের বসিবার আসন দেওয়া যায় তদুত্তর নানাবিধ লোকের আসন সভার চতুর্দিগে শ্ৰীশ্ৰীহরি সংকীৰ্ত্তনকারি কারিকানেক সংপ্রদায় বৈষ্ণব বৈষ্ণবী বিবিধ বাস্তোদ্যমে মৃদুমধুর স্বস্বরে বাল্য গোষ্ঠাদি লীলার গানে লোকসকলকে মোহিত করিয়াছিল অপর সকলকে কিঞ্চিৎ দূরে স্বসঙ্গীভূত নানা বর্ণে চিত্রিত আওয়ারিসহিত এক বৃহদ হস্তী তৎপাশ্বে মহtহর্ষে দণ্ডায়মান ঘোটক তাহার চটক কি কহিব তন্নিকটবৰ্ত্তী সারথি ঘোটকাদিসহিত রথ অর্থাৎ অপূৰ্ব্ব একজুড়ি ঘোড়াসহিত চেরেটগাড়ি তদব্যবহিত স্থানে দোলাযান অর্থাৎ অতি চমৎকৃত চিত্রিত মেয়ানা পান্ধি সভাস্থান হইতে কিঞ্চিৎ দূরে যমুনা নদীপরে আশ্চৰ্য্য নৌকা অর্থাৎ ইঙ্গরেজীতর ভাউলিয়া তাহ দেখিয়া কে না তল্লেীকারোহণে পারে যাইতে চাহে । অপর ভূমিদানের বিশেষ কহি । দুই ঘর ব্রাহ্মণের বাসোপযুক্ত দুইখানি বাট নিৰ্ম্মণপূর্বক তদানগ্রাহিদিগের উপপত্তাপযুক্ত ভূমি দান করিয়াছেন ঐ বাট ভূমি দান গ্রহণপূর্বক দুই জন ব্রাহ্মণ সপরিবারে ঐ স্থানে বাস করিয়াছেন । নিমন্ত্রিত বিদেশস্থ অধ্যাপকদিগের বাসাঘরের পারিপাট্য শ্রবণ করুন একখানি সুদীর্ঘ ঘর নিৰ্ম্মিত হইয়াছিল তাহার তিন শত কুটার অর্থাৎ কুঠরি প্রত্যেক কুঠরিতে রন্ধন স্থান শয়ন স্থান এবং ভূত্যের পৃথক স্থান ও তাহার দ্বারবদ্ধ করিবার সছুপায় ছিল ঐ কুঠরির দ্বারে সংখ্যা অর্থাৎ নম্বর দেওয়া গিয়াছিল যে অধ্যাপকের পত্রে যে নম্বর তিনি সেই নম্বরের কুঠরিতে বাসা পাইয়াছিলেন সেই বাসাঘর দেখিলে বোধ হয় কোন এক প্রধান অধ্যাপকের টোল হইয়াছে তাহাতে বাস করিয়া ভট্টাচাৰ্য্য মহাশয়ের আশ্চৰ্য্য জ্ঞানকরত মহামুখী হইয়াছিলেন তদ্বিশেষ শ্রাদ্ধের পূর্ব পূৰ্ব্বদিবসে দূরস্থ অধ্যাপকসকলের আগমন হইবামাত্র পত্রাবলোকনপূর্বক কৰ্ম্মনিৰ্ব্বাহকের নম্বরমত সিদা দিয়া বাসায় বিদায় করিলেন সিদ্মও সামান্ত নহে ১ মোন দ০ শের ॥• শের • শের এই ওজনি সিদায় সন্দেশ স্থত চিনি ময়দা তণ্ডুল তৈল লবণ দালি ঝালমসল মৎস্ত দধি ইত্যাদি বিবিধপ্রকার উৎকৃষ্ট সামগ্ৰী তদ্ভিন্ন আসন কম্বল