পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

५श्रृं &&S তৎপুত্রাদি স্বয়ং প্ৰবৰ্ত্তন ন্যায় প্রতিনিধি হয় । এই স্থলে মরণদ্বারা পাতিত্য নিশ্চিত হইলে মৃত ব্যক্তির তৎপ্রায়শ্চিত্তকরণে অনধিকারপ্রযুক্ত স্বয়ং প্রবর্তন ন্যায়ে উত্তরাধিকারিরও তৎকৰ্ম্মে অনধিকার এই হেতুক স্মাৰ্ত্তভট্টাচাৰ্য্য উদ্ধাহতত্ত্বে কহিয়াছেন যে পিতা বিদেশে থাকিলে পুত্রাদির স্বয়ং প্রবৃত্ত ন্যায়ে প্রতিনিধিত্ব হয় । এবং মরণাদিদ্বারা পিতার অনধিকার হইলে পুত্ৰাদি আপন পিত্রাদির আভু্যদয়িক করিবেন । ইহাতেই মৃত ব্যক্তির অনধিকার হেতুক পুত্রাদির স্বয়ং প্রবৃত্ত ন্যায়ে প্রতিনিধিত্ব নিরাকৃত হইয়াছে। অন্যথা অনধিকারি শূদ্রাদির পুরোহিত স্বয়ং প্রবৃত্ত ন্যায়ে প্রতিনিধি হইয়া অগ্নি হোত্রাদি যাগ করুন। কিঞ্চ শাতাতপীয় কৰ্ম্মবিপাকে উদ্বন্ধনেন হিংস্রস্তু ইত্যাদি বচনদ্বারা হিংসাকে উদ্বন্ধন প্রযোজিক কহিয়াছেন তাহাতে সকল হিংসাকে উদ্বন্ধন প্রযোজিক কহ যায় না যেহেতুক রাজ্ঞা রাজকুমারম্ন শ্চৌরেণ পশু হিংসক ইত্যাদি র্তাহার বচনে বিরোধ হয় অতএব হিংসা বিশেষকেই উদ্বন্ধনপ্রয়োজক অবশু বলিতে হইবেক তাহাতে ব্ৰহ্মপুরাণ বচনদ্বারা জলাশ্ন দ্বন্ধনস্থত কতকগুলির দাহাদি নিষেধ করিয়াছেন এবং কুৰ্ম্মপুরাণ বচনদ্বারা কতকগুলির দাহাদি বিধান আছে তাহাতে ঐ বিরোধ ভঞ্জনের নিমিত্ত উদ্বন্ধন প্রযোজক হিংসা দুই প্রকার বলিতে হইবেক । তাহার মধ্যে ব্যাপাদয়ে দথাত্মানং স্বয়ং যোগ্ন দেকাদি ভিরিত্যাদি বচনদ্বারা আত্মঘাতির উদ্বন্ধনপ্রযোজক জন্মাস্তরীয় বহুতর গুণযুক্ত শরণাগত দিবধরূপ গুরুতর পাতক অকুমান করিতে হইবেক অতএব স্বয়ং উদ্বন্ধন মৃত ব্যক্তির জন্মান্তরীণ তৎপাপক্ষয়ার্থে পুত্রাদিকর্তৃক প্রায়শ্চিত্ত কৃত হইলেও শরণাগতবাল স্ত্রীহিংসকান সংবসেন্নতু ইত্যাদি যাজ্ঞবল্ক্যবচনবোধিত তাহার অব্যবহার্য্যত্ব প্রযুক্ত দাহের অযোগ্যতা হেতুক শ্ৰাদ্ধাদি কিছুই নাই । অতএব কোন মুনি বা কোন প্রামাণিক সংগ্রহকার স্বয়ং উদ্বন্ধন মৃত ব্যক্তির দাহাদি ব্যবহার কহেন নাই এবং সকলদেশীয় পণ্ডিতগণের ব্যবহারও সেই প্রকার । শ্ৰীনিমাইচন্দ্ৰ শৰ্ম্মণাং । শ্ৰীগঙ্গাধর শৰ্ম্মণাং । শ্ৰীশম্ভুচন্দ্ৰ শৰ্ম্মণাং । শ্ৰীজয়গোপাল শৰ্ম্মণাং ! শ্রীরামচন্দ্ৰ শৰ্ম্মণাং ! শ্ৰীপ্রেমচন্দ্ৰ শৰ্ম্মণাং । শ্ৰীহরনাথ শৰ্ম্মণাং ! ংস্কৃত পাঠশালাস্থ পণ্ডিতানাং । ( ১৩ আগষ্ট ১৮৩৬ । ৩০ শ্রাবণ ১২৪৩ ) উদ্বন্ধন মৃত ব্যবস্থা নির্ণায়ক পণ্ডিতসভা । শ্ৰীযুত দর্পণ প্রকাশক মহাশয় সমীপেষু । প্রথমে শ্ৰীযুক্ত কাশীনাথ তর্কালঙ্কার উদ্বন্ধনে আত্মঘাতি ব্যক্তির প্রায়শ্চিত্ত করিয়া ঔদ্ধদেহিক ক্রিয়াদি করিতে পারে এতদ্বোধিক এক নিম্প্রমাণক ব্যবস্থা চন্দ্রিক পত্রে প্রকাশ করেন । - পরে সংস্কৃত পাঠশালাস্থ পণ্ডিতেরা তদ্বিপরীত সপ্রমাণক এক ব্যবস্থা প্রকাশ করেন। ঐ উভয় পত্রাবলোকনে সন্দিগ্ধ হইয়। নড়ালি গ্রামের প্রধান জমীদার শ্ৰীযুত বাবু রামরত্ব