পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&d: BBDD gBBK BBBDD DYLLL রায় মহাশয় কাশীপুরের বাসাবাটীতে ১৬ শ্রাবণ শুক্রবার সায়ংকালে সভা করিয়াছিলেন । তাহাতে উপস্থিত পণ্ডিত শ্ৰীযুত নিমাইচন্দ্র শিরোমণি শ্ৰীযুত রামমাণিক্য বিদ্যালঙ্কার শ্ৰীযুত শম্ভুচন্দ্র বাচস্পতি শ্ৰীযুত হরনাথ তর্কভূষণ শ্ৰীযুত জয়গোপাল তর্কালঙ্কার শ্ৰীযুত রামকুমার ন্যায়পঞ্চানন শ্ৰীযুত ভবশঙ্কর ন্যায়রত্ব শ্ৰীযুত কালীনাথ শিরোমণি শ্ৰীযুত কাশীনাথ তর্কালঙ্কার শ্ৰীযুত নবকুমার তর্কপঞ্চানন প্রভৃতি অনেক পণ্ডিত ও জ্ঞানবান বিষয়ি বিজ্ঞলোক উপস্থিত ছিলেন । - অনন্তর রামকুমার ন্যায়পঞ্চানন জিজ্ঞাসা করিলেন যে কাশীনাথ তর্কালঙ্কার আপনি কি প্রমাণে ব্যবস্থা দিয়াছেন তাহাতে তর্কালঙ্কার কহিলেন আমি প্রমাণ লিখিয়া পাঠাইয়াছি । পরে বাবুর অনুমতিতে ঐ লিপি বাহির হইল তাহাতে শুদ্ধিচিস্তামণিধুত অগ্নিপুরাণীয় বচন বলিয়া লিখিত আছে। যথা জলাঞ্জ দ্বন্ধনাদিভোমরণং যদি জায়তে। চান্দ্রায়ণ দ্বয়েনৈব শুদ্ধিং কাত্যায়নোব্ৰবীৎ । ঐ বচন দেখিয়া সকল পণ্ডিতেরা কহিলেন যে শুদ্ধিচিন্তামণি ও অগ্নিপুরাণ চারি পাচখনি এখানে উপস্থিত আছে তাহাতে ঐ বচন নাই। পরে তর্কালঙ্কার কহিলেন কৃষ্ণনগরের বাড়ুয্যেরদের সংগ্রহে আছে। পরে ঐ সংগ্রহ দুই তিনখান দেখা গেল তাহাতে ঐ বচন মিলিল না । পুনশ্চ তর্কালঙ্কার কহিলেন বাড়য্যেরদের প্রায়শ্চিত্ত সংগ্রহে আছে তাহা আনাইয়া দেখা গেল তাহাতেও পাওয়া গেল না । ইহাতে ধৰ্ম্মসভাসম্পাদক শ্ৰীযুত ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তর্কালঙ্কারকে কহিলেন আপনি পুস্তকাদি সঙ্গে না করিয়া কেন বিচার করিতে আসিয়াছেন । অন্য২ লোকেরা কহিতে লাগিল অস্ত্রশস্ত্র থাকিলে অবশু আনিতেন। পরে রায় বাবুর অনুমতিতে শম্ভুচন্দ্র বাচস্পতি ঐ বচন পাঠ করিয়া অর্থ করিলেন । শুনিয়া বাৰু কহিলেন এবচনে স্বয়ংপদ নাই তবে উক্ত ব্যবস্থায় বিশেষ প্রমাণ হইতে পারে না। তাহ শুনিয়া নিমাইচন্দ্র শিরোমণি ও রামমাণিক্য বিদ্যালঙ্কারপ্রভৃতি সকল পণ্ডিতেরা কহিলেন এবচন ও ইহার অর্থ উভয়ের মূলে ভুল স্থল বাবু ভাল বলিয়াছেন। পরে তর্কালঙ্কারের ব্যবস্থাবিপরীত সভাস্থ পণ্ডিতেরা অনেক প্রমাণ ও যুক্তি দিলেন তাহাতে তিনি কোন উত্তর করিতে পারিলেন না —তৎসভাস্থস্ত কস্যচিৎ কায়স্থস্ত । ( ১৫ অক্টোবর ১৮৩৬ । ৩১ আশ্বিন ১২৪৩ ) শ্ৰীযুক্ত দর্পণপ্রকাশক মহাশয়সমীপেষু —খানাকুলকৃষ্ণনগরনিবাসি শ্ৰীযুক্ত গুরুদাস তর্করত্নভট্টাচাৰ্য্যপ্রভৃতি আমরা সকলে জানাইতেছি শ্ৰীশ্ৰীy শারদীয়া পূজার বিষয়ে পঞ্জিকাতে ব্যবস্থা লিখিয়াছি দুই দিবস পূজা হইবেক । এবং নবদ্বীপ গণপুর বালি দিগস্থই বাক্স কুণ্টি মেদিনীপুর বিষ্ণুপুর বগিড়িপ্রভৃতি গৌড়দেশীয় যাবদীয় পঞ্জিকাকারের লিখিয়াছেন দুই দিবস পূজা হইবেক তিন দিবস পূজা করা অশাস্ত্র কলিকাতানিবাসি শ্ৰীযুত রাজা গোপীমোহন বাহাদুর আমারদের মত কহিয়া শ্ৰীযুত গুরুদাস তর্করত্ন ভট্টাচাৰ্য্যের নাম আপন স্বেচ্ছাতে মিথ্যা চন্দ্রিকাকারের ছাপাতে প্রকাশ করিয়া দিয়াছেন অতএব নিবেদন যে উক্ত