পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wuwelre মংবাদপত্রে লেকালের কথা ব্যক্তি প্রায় পাওয়া যায় না । এই প্রতিবন্ধকের আমরা উত্তর করি যে যাহার যে দেশীয় বিদ্যা তাহাতে তিনি ভাল হইবেন অতএব উত্তম রূপে কৰ্ম্মনিৰ্ব্বাহ করিতে পারিবেন । আমরা লিখিবার সময়ে শুনিলাম যে ইস্কুল বুক সোসাইট শ্ৰীযুক্ত পাদরী ইয়েট সমীপে নিবেদন করিয়াছেন যেপৰ্য্যস্ত শ্ৰী পিয়াস সাহেব এতদ্দেশে না আইসেন সেইপৰ্য্যস্ত ঐ পাদরি সাহেব ঐ কৰ্ম্ম সম্পন্ন করেন । , - ( ৩০ মার্চ ১৮৩৯ । ১৮ চৈত্র ১২৪৫ ) জি এ প্রিন্সেপ সাহেবের মৃত্যু —.জি এ প্রিন্সেপ সাহেব ৪৮ বৎসর বয়ঃক্রমে গত মঙ্গলবার ওলাউঠারোগে দেহত্যাগ করিয়াছেন । ঐ সাহেব প্রায় সৰ্ব্ব সাধারণ বালকের পরিচিত বিশেষতঃ কলিকাতাস্থ ইউরোপীয় ও এতদ্দেশীয় লোকেরদের অতি মান্য ছিলেন পামর কোম্পানির কুঠি দেউলিয়া হওনের প্রায় দুই বৎসর পূৰ্ব্বে তিনি কলিকাতায় পহুছিয়া উক্ত কুঠির অংশী হইয়া ছিলেন কিন্তু অবিলম্বেই কুঠির দুরবস্থাতে পতিত হইলেন । তৎপরেই সাহেব কলিকাতা কুরিয়র পত্র সম্পাদক হইলেন এবং সাহেব যেরূপে ঐ পত্র সম্পাদকতা নির্বাহ করিলেন তাহাতে সকলই সন্তুষ্ট হইয়াছিলেন এবং তৎসমকালেই তিনি গবর্ণমেণ্টের খরচে অতিভারি নিমকের কারখানাতে প্ৰবৰ্ত্ত হইলেন ঐ কৰ্ম্মের ভারপ্রাপ্ত হইয়া সাহেবের নিয়ত এমত এমত চেষ্টা ছিল যে অত্যন্ত্র খরচে উৎকৃষ্ট লবণ প্রস্তুত করেন । এবং সাহেবের উৎসাহ গুণে ঐ কাৰ্য্যে ক্রমশঃ বিলক্ষণ লভ্য দৃষ্ট হইতে লাগিল ঐ ব্যাপার নির্বাহেই তাহার অনেক সময় ক্ষেপণ হইত তৎপ্রযুক্ত উক্তপত্র সম্পাদকতা কাৰ্য্য উপেক্ষা করিতে হইল। নিমকের কারখানা ভারি রূপে চালাইবার নিমিত্তে গত দুই তিন মাসের মধ্যে সাধারণ টাকার এক সমাজ স্থাপনার্থ কল্প করিয়াছিলেন । এই সকল কল্প করিতে২ অস্বাস্থ্যগ্রস্ত হইয়া সাহেবের ইহ লোক ত্যাগ করিতে হইল । ( ১১ জানুয়ারি ১৮৪০ । ২৮ পৌষ ১২৪৬ ) যে ব্যক্তিরা এক জাতির মঙ্গলার্থে সচেষ্টত হইয়া নিস্পৃহরূপে পরিশ্রম করিয়া থাকেন। তাহারা সেই জাতীয় এবং বিশেষতঃ ব্ৰহ্মাণ্ডস্থ সমুদায় লোকবর্গের কৃতজ্ঞতা এবং সন্ধান পাইবার উপযুক্ত এবং যৎকালীন এতাদৃশ মঙ্গলাকাজিক ব্যক্তির লোকান্তর গমন করেন তখন সাধারণ লোকের কৰ্ত্তব্যই যে সেই ব্যক্তির চিরস্মরণের নিমিত্তে এক কীৰ্ত্তি স্থাপন করেন অতএব এতাদৃশ বিষয়োপযুক্ত কর্ণেল জেমস ইয়ং সাহেব যিনি বিলােয়ত গমনোন্তত হইয়াছেন তিনি ভারতবর্ষের এক জন মহোপকারী কারণ তিনি এতদেশীয় লোক সমূহকে পশ্চিম দেশীয় লোকের অত্যন্ত ঘৃণা হইতে উদ্ধার করিয়া তাহারদিগকে সংসর্গ করিয়াছেন যৎকালীন এতদ্দেশীয়েরা ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির অকুপযুক্ত এবং ক্ষুদ্র ভূত্য বর্গের স্বারা পরাজিত প্রায় হইয়াছিল তখন উক্ত সাহেব এতদ্দেশীয়েরদিগের সম্যক শক্তি রক্ষার্থে সচেষ্টত হইয়া যুদ্ধ