পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰিবিধ o ( ৪ জানুয়ারি ১৮৩৪ ৷ ২২ পৌষ ১২৪০ ) ১৮৩৩ সালের বর্ষফল । [ ইঙ্গলিসমেন সম্বাদপত্রহইতে নীত । ] ২ জানুআরি। হিন্দুকলেজের ছাত্রেরা শ্ৰীযুত ডাক্তর উইলসন সাহেবকে রৌপ্যময় এক গাডু প্রদান করেন। ৫ জাকুআরি। মাকিণ্টস কোং দেউলিয়া হন । ১১ মে। শ্রীরামপুরের গবর্নর হলনবর সাহেবের পরলোকগমন হয়। ১৮ জুন । শিশু ছাত্রেরদের নিমিত্ত এক পাঠশালাস্থাপনার্থ শ্ৰীযুত লার্ড বিশপ সাহেবের বাটতে এক বৈঠক হয় । ২৭ জুলাই । বঙ্গদেশীয় মহাশয়ের প্রথমতঃ গ্রান্দজুরীতে উপবেশন করেন। ১৩ সেপ্তেম্বর । এতৎসময়ে কলিকাতাস্থ তাবল্লোকের একটা জর রোগ হয় । ২১ সেপ্তেম্বর । ডেপুটি কালেক্টরীপদ যে কোন জাতীয় বা ধৰ্ম্মাবলম্বী হউন সৰ্ব্বপ্রকার ব্যক্তির প্রতি শ্ৰীলশ্ৰীযুত গবর্নর জেনরল বাহাদুর মুক্ত করেন। ৭ অক্তোবর । গবর্ণমেণ্ট কলিকাতায় সঞ্চয়ার্থ এক ব্যাঙ্ক স্থাপন করেন । ঐ তারিখে দেওয়ানীবিষয়ক অপরাধে গবর্ণমেণ্ট শারীরিক দণ্ডদেওন রহিতের হুকুম করেন । ২৫ নবেম্বর । ফার্গিসন কোম্পানির কুঠী দেউলিয়া হয়। ( ২৭ এপ্রিল ১৮৩৯ | ১৫ বৈশাখ ১২৪৬ ) ১২৪৫ সালের বর্ষফল - বৈশাখ — ..শ্ৰীযুত সি গ্রান্ট সাহেব চিত্রকর ডাং কারবিন কৃত ইণ্ডিয়া রিবিনিউতে বিজ্ঞ২ সাহেবদিগের প্রতিমূৰ্ত্তি প্রকাশ করেন। ৮দয়ালচাদ আঢ্যের স্বজ্ঞানে বৈকুণ্ঠ প্রাপ্তি। শ্ৰীযুত ডাং ওসেনেসি ও শ্ৰীযুত ডাং ইজরটন সাহেবেরদিগের কর্তৃত্বাধীনে কলুটোলায় এক চিকিৎসালয় স্থাপন। ওলাউঠা ও বসন্ত রোগের প্রাবল্য হয়। সন্দিগ্ধ রাজা প্রতাপচন্দ্রের রাণীরদিগের সমভিব্যাহারে সাক্ষীতাৰ্থ বৰ্দ্ধমানে গমন খালের মাস্থল হ্রাস হয় । জ্যৈষ্ঠ —.পিকনিক নামে এক ইঙ্গরাজী পত্র প্রকাশ হয় । শ্রাবণ –খিদিরপুর গ্রামে শুভদা নামক একসভার সংস্থাপন হয় । হিন্দুকালেজে সাধারণ জ্ঞানোপার্জকা নামক সভাসংস্থাপন হয় । শিমুল্যাস্থ শ্ৰীযুত অদ্বৈতচরণ গোস্বামীর বাটতে কতিপয় যুব কর্তৃক এক সভা সংস্থাপিত হয় । ইণ্ডিয়ান একডিমিতে বাঙ্গালা ভাষাশিক্ষা দেওনারম্ভ হয় । বৰ্দ্ধমানস্থ দামোদর নদ ভয় হইয়া দেশে জলপ্লাবিত হয় । সদর দেওয়ানীর একজন বিচারক হালহেড সাহেবের মৃত্যু | . - ভাদ্র —শ্ৰীযুত বাৰু আশুতোষ দেবের বাটীতে প্রবোধ উজ্জল নামে এক সভা সংস্থাপিত হয়।...টাপাতলায় প্রবোধ কৌমুদী নামে এক সভা হয় ।