পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wobre সংবাদ পত্রে সেকালের কথা ( ২৮ এপ্রিল ১৮৩১ । ১৬ বৈশাখ ১২৩৮ ) কুমার রাজনারায়ণ রায়ের মৃত্যু —আমরা মহাদুঃখিত হইয় প্রকাশ করিতেছি রাজা রামচাদ রায়ের পুত্র কুমার রাজনারায়ণ রায় জর বিকার রোগোপলক্ষ্যে গত ১৫ বৈশাখ বুধবার রাত্রি ১১ ঘণ্টার সময়ে স্বজ্ঞান পূর্বক শ্ৰীশ্ৰীy গঙ্গাতীরে পরলোক প্রাপ্ত হইয়াছেন এই অশুভ সম্বাদে তাবতেই দুঃখিত হইবেন যেহেতু কুমার বাহাদুর অতি স্বজন এবং উদার চরিত্র ব্যয়শীল পরোপকারক লোক ছিলেন বিশেষতঃ রাজার ঐ এক পুত্রমাত্র বয়ঃক্রম অধিক হয় নাই অহুমান ৩৯ বৎসরের মধ্যে হইবেক— - ( ৫ মে ১৮৩১ । ২৩ বৈশাখ ১২৩৮) বাবু হরস্থদের দত্তের মৃত্যু —আমরা খেদ পূর্বক প্রকাশ করিতেছি এতন্নগরের হাটখোলা নিবাসী বিখ্যাত বংশোদ্ভব বাবু হরম্বন্দর দত্ত গত ১৭ বৈশাখ শুক্রবার সজ্ঞান পূর্বক ৮ তীর নীরে অনিত্য দেহ পরিত্যাগ পূর্বক পরলোক গমন করিয়াছেন তাহার বয়ঃক্রম অনুমান ৬• ষাট বৎসর হইবেক ইহার মৃত্যু সংবাদে খেদ হইতেছে যেহেতু দত্ত বাৰু অতি স্থশীল এবং ধাৰ্ম্মিক অবিরোধী স্থবোধ লোক ছিলেন এবং দত্ত বংশের পূর্বপুরুষের ধারাবাহিক ধৰ্ম্ম কর্মের কোন প্রকারে অন্যথা করেন নাই এবং তাবতের সহিত শিষ্টতা ব্যবহার ছিল ঐ বাবুর অতুরাগ ভিন্ন কখন কোন কলঙ্ক শুনা যায় নাই— ( ২ জুন ১৮৩১ । ২১ জ্যৈষ্ঠ ১২৩৮) শ্ৰীযুত চন্ত্রিকাগ্রকাশক মহাশয়েষ্ণু— গত ৩০ মে তারিখে জানবুল পত্রে এ মেম্বর আঙ্ক দি ধৰ্ম্মসভা ইতি স্বাক্ষরিত * * * * * যাহা লিখিয়াছেন তাহার তাৎপৰ্য্য তরজমা করিয়া পাঠাই চন্দ্রিকায় প্রকাশ করিবেন— শ্ৰীযুত জানবুল সম্পাদক মহাশয়। আমি মনে করি আপনি ইনকোয়েরর পত্র পাইয়া থাকিবেন ঐ পত্রে ব্যক্ত হইয়াছে যে এতদ্দেশীয় একব্যক্তি দ্বারা তাহ প্রকাশ পাইবে তিনি হিন্দুকালেজ হইতে বহিস্কৃত হইয়া এক্ষণে শ্ৰীযুত হার সাহেবের স্কুলে শিক্ষক তাহার নাম বাৰু কৃষ্ণমোহন বন্দোপাধ্যায় তাহার সাহস ও ধৰ্ম্ম বিষয়ের কিঞ্চিং রচনা করি— । ভাক্ততার সহিত র্তাহার কোন সম্পর্ক নাই । এবং উকীল রিকিট সাহেব ইংলণ্ড হইতে প্রত্যাগমন করিলে তাহার প্রত্যৰ্থে ইষ্টইণ্ডিয়ানের টেনহালে খানা দিয়াছিলেন সেই খানায় এতদ্দেশীয় তিন চারিজন যাইতে উদ্যত হইয়াছিলেন কিন্তু বাবুদিগের স্বার স্বাহার তৎ সুখাস্বাদমে নিবারিত হন ঐ চারি জনের মধ্যে ইনি একজন এ প্রযুক্ত নৃতন সমাচাৱ পত্র প্রকাশকের বিষয় উল্লেখ করিতেছি—