পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদ পরে লেঙ্কালের কথা جسمألا ইহাতে অল্প বা অধিক নিমিত্ত দোষ বা যশ কাহার নাই নচেৎ হিন্দু মধ্যে এমত অনেক ধনী আছেন যে এক জনে ঐ বিষয়ের তাবৎ ব্যয়ের আহুকুল্য করিতে পারেন— ঐ লেখক যদি এমত কহেন যে পল্লীগ্রামে বিদ্যালয় স্থাপনা নিমিত্ত কোন উপায় করেন নাই । উত্তর তিনি যদি ইংরাজী বিদ্যালয় স্থাপন করার নাম বিদ্যালয় স্থির করিয়া থাকেন তাহাতে ইহার দিগের আর মনোযোগ হইবেক না কেননা হিন্দু কলেজে মনোযোগ করাতে বিলক্ষণ চৈতন্য হইয়াছে যদি বল বাঙ্গালা লেখা পড়ার নিমিত্ত কি ইহারা মনোযোগ করিয়া থাকেন উত্তর তাহাতে সাধারণের মনোযোগের আবশ্বকতা নাই যেহেতু অত্যন্ত্র ব্যয়ে হইতে পারে প্রায় গ্রামে২ এক২ পাঠশালা আছে পরস্তু সংস্কৃত বিষয়ে মনোযোগ আছে কি না তাহ তাবৎ অধ্যাপক মহাশয় দিগকে শ্রাদ্ধাদি কৰ্ম্মোপলক্ষ্যে যে প্রকার দান করিয়া থাকেন ইহার প্রতি কারণ কি তাহারা চতুষ্পাঠী করিয়া ছাত্র দিগকে অন্ন দান পূর্বক অধ্যাপনা করিয়া থাকেন এজন্য অন্য জ্ঞানবান কুলীন ব্রাহ্মণাপেক্ষ তাহারাই দান পাত্রাগ্রগণ্য হইয়াছেন ইহাতে ভূম্যধিকারিরা অনেকেই তাহার দিগকে ভূমি দান করিয়াছেন এবং অদ্যাপিও করিতেছেন ইহা কি ঐ লেখক মহাশয় জ্ঞাত নহেন লেখক মহাশয়ের উচিত হয় যখন হিন্দুদিগের প্রতি কোন বিষয়ে দোষ দিবার বাঞ্ছা হয় তৎকালে বিশেষ বিবেচনা করিয়া লেখিলে সাধারণের সন্তোষ হয় । w ( ১৬ মে ১৮৩১ । ৪ জ্যৈষ্ঠ ১২৩৮ ) গত ৬ মে জানবুল পত্রে কোন মহানুভাব কলনিযেসিয়ান বিষয়ে যাহা লিথিয়াছেন তাহাতে আমরা সম্মত আছি যেহেতু এদেশে ইংরাজ আসিয়া নগরে কি পল্লীগ্রামে তাবৎ স্থানে বসতিকরণপূর্বক যদ্যপি কৃষিকৰ্ম্ম ও শিল্পকৰ্ম্মাদি করে তাহাতে অম্মদেশীয়দিগের পক্ষে কোন মতেই শ্রেয় নহে তাহার প্রমাণ আমরা পূৰ্ব্বে বিস্তর লিখিয়াছি তথাচ কিঞ্চিৎ লিখি আদে দীন দরিদ্র কি মধ্যবৰ্ত্তি লোকেরদিগের উপর অত্যন্ত বল প্রকাশপূৰ্ব্বক ইংরাজের দৌরাত্ম্য করিবেক তং প্রমাণ এই রাজধানীতে গবরনর কৌনসল সুপ্রিমকোর্ট পোলিস ইত্যাদিতে সিংহস্বরূপ প্রতাপাম্বিত মহামহিম মহাশয়রা জাজল্যমান বসিয়া থাকাতেও এতদ্দেশীয় দিগের প্রতি গোরা লোকের দৌরাত্ম্য সৰ্ব্বদাই প্রায় শুনা যায় কেহ শুনিতে পান না যে অমুক বাঙ্গালি বা হিন্দু স্থানিলোক অমুক গোরাকে বড় মারিয়াছে এতদেশীয় লোকেরা টুপিওয়াল মাত্রকে সাহেব কহে সুতরাং পল্লীগ্রামের লোক ইহারদিগকে তাম্র বর্ণ ব্যাঘ্রজ্ঞান করত অত্যন্ত ভীত হয় অতএব ভীতব্যক্তির প্রতি জ্ঞানিভিন্ন কৃষকাদির দয়া হইতে পারে না বিশেষ গোরা কৃষকাদি লোক সৰ্ব্বদাই মত্ত এতদেশীয় তত্ত ল্য লোকও তাহারদিগের ন্যায় কুকৰ্ম্ম করিতে পারে না যেহেতু ইহারা মদ্যপ নহে এবং স্বভাবতো দীন অপর গোরা এক জন লোক নানা প্রকার কলবল স্বারা যে সকল কৰ্ম্ম সম্পন্ন করিবেক তাহা এতদ্দেশীয় ২০ জনেও হওয়া ভার স্বতরাং ত্যহাতে মজুরলোকের মধ্যে অনেকে কৰ্ম্ম পাইবে না. ।