পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ SBS বাঙ্গালা ভাষাতে তর্জমা করিয়া তাহাহইতে কামরূপ নামে যাত্র প্রকাশ করিয়াছেন । গত ৪ চৈত্র শনিবারে ঐ ভবানীপুরের শ্রষ্ঠামস্থদের সরকারের বাটীতে ঐ যাত্রা প্রকাশ হইয়াছে। ( ৪ মে ১৮২২ । ২৩ বৈশাখ ১২২৯ ) নূতন যাত্রা —মহাভারত প্রসিদ্ধ নলদময়ন্তীর উপাখ্যান যে আছে সে অতিস্বপ্রাব্য ও মনোরম এবং নব রসসম্পূর্ণ প্রসঙ্গ অতএব শ্ৰীহৰ্ষপ্রভৃতি কবির স্বীয়২ শক্ত্যহুসারে তাহা বর্ণনা করিয়া নৈষধাদি গ্রন্থ রচনা করাতে মহ! কবিত্বে খ্যাত ও মান্ত হইয়াছেন । ংপ্রতি কলিকাতার অন্তঃপাতি ভবানীপুরের ভাগ্যবান লোকের একত্র হইয়া সেই প্রসঙ্গের এক যাত্রা স্বষ্টি করিতেছেন তাহার। আপনারদিগের মধ্যহইতে বিভবানুসারে কেহ পচিশ কেহ পঞ্চাশ কেহ শত টাকা ইত্যাদি ক্রমে যে ধন সঞ্চয় করিয়াছেন তাহীতে ঐ যাত্রা বহু কাল চলিতে পারে এমত সংস্থান হইয়াছে এবং সেই ধন দ্বারা যাত্রার ইতিবর্তব্যতা বেশ ভূষা বস্ত্র বাদ্যযন্ত্র প্রস্তুত হইতেছে । ( ১৩ জুলাই ১৮২২ । ৩০ আষাঢ় ১২২৯ ) নূতন যাত্রা –কলিকাতার দক্ষিণ ভবানীপুর গ্রামের অনেক ভাগ্যবান বিচক্ষণ BB gBB BBB BBBBBBS BBB BB BBBBB BBBB BBBB BBBB BBB BB এ প্রযুক্ত সংক্ষেপে সৰ্ব্বত্র জ্ঞাত করিতেছি ঐ ধাত্রাতে নল রাজার সং ও দময়স্তীর সং ও হংসদূতের সং ইত্যাদি নানাবিধ সং আইসে এবং নানাপ্রকার রাগ রাগিণী সংযুক্ত গান হয় ও বাদ্য মৃত্য এবং গ্রন্থ মত পরস্পর কথোপকথন এ অতিচমৎকার ব্যাপার স্বষ্টি হওয়াতে বিস্তর টাকা চাদ করিয়া ঐ সুরসিক ব্যক্তিরা ব্যয় করিয়াছেন ঐ যাত্র প্রথমে ঐ ভবানীপুরে গঙ্গারাম মুখোপাধ্যায়ের দং বাটতে গত ২৩ আষাঢ় শনিবার রাত্রিতে প্রকাশ হইয়াছে। ( ১৯ আগষ্ট ১৮২৬ । ৪ ভাদ্র ১২৩৩ ) মণিপুরের যাত্রার সম্প্রদায় –পাঠকবর্গের জ্ঞাপনার্থে নূতন কোন সংবাদ দৃষ্টিগোচর বা শ্রুতি গোচর হইলে প্রকাশ করিতে হয় এপ্রযুক্ত লিখিতেছি মণিপুরের এক সম্প্রদায় যাত্রাওয়াল সংপ্রতি আসিয়াছে ইহার এই কলিকাতার মধ্যে কোন২ স্থানে যাত্রা করিয়াছে কেহ২ দেখিয়া থাকিবেন সংপ্রতি ২৯ শ্রাবণ শনিবার রাত্রিতে কলুটোলানিবাসি শ্ৰীযুত বাৰু মতিলাল শীলের বৈঠকখানায় ঐ যাত্রা হইয়াছিল তাহারদিগের মৃত্যগীতাদি আরম্ভ ও শেষপৰ্য্যস্ত দর্শন ও শ্রবণ করিয়া তদ্বিবরণ স্কুল লিখিতেছি।