পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

BBDDB BBBB SBBBSBBB BB LL يقابقاهة: বাঙ্কের অধ্যক্ষেরা এই২ । শ্ৰীযুত উইল্যম কেরি সাহেব। শ্ৰীযুত জস্থআ মাস মন সাহেব। শ্ৰীযুত উইল্যম ওয়াদ সাহেব । শ্ৰীযুত জন মাস মন সাহেব । যে ব্যক্তি এই বাঙ্কে টাকা রাখিতে বাসনা করেন তিনি মোং কলিকাতা আলেক্সান্দর কোম্পানির নিকটে টাকা দাখিল করিয়া এই বাঙ্কের রসীত লইবেক । ( ২৬ জুন ১৮১৯ । ১৩ আষাঢ় ১২২৬ ) শ্রীরামপুরের বাঙ্ক —শ্ৰীরামপুরে যে সঞ্চয়ার্থ বাঙ্ক স্থির হইয়াছে তাহার বিষয়ে গত সপ্তাহে এক ফর্দ কাগজ ছাপান গিয়াছে তাহাতে হিসাব করিয়৷ এই লিখা গিয়াছে ফে মাস২ বাঙ্কে কত টাকা ন্যস্ত করিলে কত বৎসরে কত টাকা হয় বৎসরান্তে যে টাকার উপরে যত স্বদ হয় তাহা আসলের সহিত সংলগ্ন হইয়া উভয়ের উপরে সুদ চলে তাহাতে প্রথম পাঁচ ছয় বৎসরে বড় লাভবোধ হয় না কিন্তু দশ কুড়ি বৎসর টাকা থাকিলে অধিক লাভ বোধ হয় । মাসে এক টাকা করিয়া দিলে দশ বৎসরে এক শত চৌহত্তর টাকা হয় বিশ বৎসরে পাচ শত একত্রিশ টাকা হয় এবং ত্রিশ বৎসরে বার শত ছেষট্টি টাকা হয়। এই ত্রিশ বৎসরের মধ্যে আসল টাকা তিন শত ষাটি ও ঐ তিন শত ষাটি টাকার স্বদ নয় শত ছয় টাকা । এবং যদি দশ টাকা করিয়া মাস২ বাঙ্কে গুস্ত করা যায় তবে ইহার দশগুণ অধিক লাভ হয় । এই ফর্দ কাগজ ইংরাজীতে ছাপা হইয়াছে আগামি সপ্তাহে বাঙ্গালি লোকের জ্ঞাত কারণ বাঙ্গালি অক্ষরে ছাপা যাইবেক । ( ৮ মে ১৮১৯ । ২৭ বৈশাখ ১২২৬ ) কমরস্তল বাঙ্ক —খবর দেওয়া যাইতেছে । সন হালের ১ মে তারিখহইতে মেং মাকিস্তস কোম্পানি সাহেবানের বাটতে কমরশুল বাঙ্ক নামে এক বাঙ্ক হর রকমের সরাফি কৰ্ম্ম করিবার নিমিত্তে খোলা যাইবেক তাহার মালিক এইক্ষণে যে২ বখরাদার হইতেছেন র্তাহারদিগের নাম প্রত্যক্ষে লিখা যাইতেছে মেং জোসেফ বারেট্রো ও তাহার পুত্রপ্রভৃতি ও মেং মাকিস্তস কোম্পানি ও জন মেলবিল এবং বাবু গোপীমোহন ঠাকুরের জ্যেষ্ঠ পুত্ৰ শ্ৰীযুত বাবু স্থৰ্য্যকুমার ঠাকুর।— - মেং মাকিস্তস কোম্পানি সাহেবান ঐ কমরস্তল বাস্কের সরবরাহকার ও কৰ্ম্মকৰ্ত্ত হইলেন অতএব ঐ বান্ধ সংক্রান্ত কার্ধ্যের ষে কোন প্রার্থনা ঐ মেং মাকিস্তস কোম্পানির নিকটে দাখিল করিবেন। প্রমিসরি নোট অন দিমন্দি অর্থাৎ বেমিজাদী দস্তুর মত করস্তল বাক্ষ হইতে দেওয়া