পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমাজ ১৬৭ BBBB BBBB BBB BBB AAAA AAAA AAAA gggSgBBBSBBBSB BBBBBggg টাকার হইবেক এই সকল নোটে এই ক্ষণে মেং জোসেফ বারেট্রো সাহেব অথবা জন উইল্যম ফুলতন সাহেব দস্তখত করিবেন এবং শ্ৰীযুত বাৰু সুৰ্য্যকুমার ঠাকুর খাজাঞ্চী বলিয়া দস্তখত করিবেন। ইতি। কলিকাতা সন ১৮১৯ সাল তাং ২৬ এপ্রিল । ( ১৪ আগষ্ট ১৮২৪ । ৩১ শ্রাবণ ১২৩১ ) কলিকাতাবাঙ্ক —ওউল্ডকোর্ট স্ক্রিটে ৬১ নম্বর ঘরে অর্থাৎ শ্ৰীযুত পামর কোম্পানি সাহেবের বাটতে ২ আগস্ত অবধি কলিকাতাবাঙ্ক নামে এক নূতন বাঙ্ক খুলিয়াছে। ঐ কৰ্ম্মের অংশী শ্ৰীযুত জন পামর সাহেব ও শ্ৰীযুত জন এস ব্রোন রিগ সাহেব ও শ্ৰীযুত হেনরি উলিয়ম হাবহোঁস সাহেব ও শ্ৰীযুত এডবার্ড আগষ্টস নিউটন সাহেব ও শ্ৰীযুত এফ টি হাল সাহেব ও শ্ৰীযুত সি বি পামর সাহেব ও শ্ৰীযুত উলিয়ম প্রিনসেপ সাহেব ও শ্রযুত বাবু রঘুরাম গোস্বামী इङ्ग्रेब्रटझ्न । ইহারাই ঐ বাঙ্কের লাভ নৌকসানের দায়ী। যদ্যপি ঐ বাঙ্কের আর বিশেষ জ্ঞাত হইতে কাহার ইচ্ছা হয় তবে ঐ দপ্তরখানায় অনুসন্ধান করিলে জানিতে পরিবেন। ( ৩০ মে ১৮২৯ । ১৮ জ্যৈষ্ঠ ১২৩৬ ) কলিকাতার নূতন ব্যাঙ্ক —গত ২৬ মে তারিখে কলিকাতার এক্সচেঞ্জ ঘরে নূতন এক সাধারণ ব্যাঙ্ক স্থাপনের নিমিত্তে এতদেশীয় ও ইংগ্রগুীয় ভাগ্যবান লোকেরা একত্র হইয়াছিলেন এবং তাহারা এই নিশ্চয় করিলেন যে কলিকাতায় এক নূতন সাধারণ ব্যাঙ্ক স্থাপন করা অতিশয় উচিত এবং ঐ সময়ে যে সকল সাহেব লোক সেখানে উপস্থিত ছিলেন র্তাহারদের সম্মুখে এক ফর্দি কাগজ রাখা গেল সেই কাগজে প্রায় এক শত সাহেবলোকপ্রভৃতি সহী করিলেন তাহার পর সাহেবলোকেরা এই স্থির করিলেন যে সেই ব্যাঙ্ক স্থাপনার্থে এক কমিটি স্থির করা যাইবে সেই কমিটির অন্তঃপাতী অনেক সাহেবলোক ও নীচে লিখিত এতদেশীয় অনেক ভাগ্যবানলোক হইয়াছেন। - % শ্ৰীযুত বাবু হরিমোহন ঠাকুর । শ্ৰীযুত বাবু রাধাকৃষ্ণ মিত্র। শ্ৰীযুত বাবু রাজচন্দ্র রায় [ দাস ? ] । ঐযুত বাবু রাধামাধব বন্ধ্যোপাধ্যায়। . শ্ৰীযুত বাবু রায়ভন হামিরমল। ৮ শ্ৰীযুত বাবু দয়াচন্দ্র । শ্ৰীযুত বাবু তিলকচন্দ্র।