পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

f মংবাদ পত্রে মেকালেনৰ কথা אסרS ভট্টাচাৰ্য্য কহিলেন যে বাবুজী বিলক্ষণ আজ্ঞা করিয়াছেন ইহার উত্তর হটাৎ করিতে পারি না ভাল কল্য বিবেচনাপূর্বক নিবেদন করিব। পর দিন পঞ্চানন বাবুর নিকটে আত্মশ্লাঘাপুৰ্ব্বক কহিলেন যে মহাশয় আমি হয়ে এই মন্ত্রণ স্থির করিয়াছি অন্তের কি সাধ্য দেখুন এই পৃথিবীতে কি ধনী কি দরিদ্র সকলেরি লবণে প্রয়োজন লবণরসে অরসিক প্রায় মনুষ্য দেখি না লবণ ব্যতিরেক কাহারো নির্বাহ হয় নী অতএব তাহার মূল্যাধিক্যে যদি মনোযোগাধিক্য করেন তবে কেবল এই এক কৰ্ম্মেতে আপামর সাধারণ ভাবতেfর অপকার করিতে পরিবেন এবং নানা দেশে নানা স্থানে নানাবিধ লোকের গালি ভোগ করিতে পরিবেন ইহণভিন্ন আর কোন পথ দেখি না । ইহা শুনিয়া বাবুজী পঞ্চাননকে অনেক সাধুবাদ করিলেন ও কহিলেন যে না হবেক কেন তোমার নামায়যায়ী গুণ বিলক্ষণ মহাশয় তাহাই কৰ্ত্তব্য। অতএব আমরা অনুমান করি যে এইরূপ ঘটনা হওয়াতে লবণের মূল্যাধিক্য হইয়াছে। ( ১৯ সেপ্টেম্বর ১৮২৯ । ৪ আশ্বিন ১২৩৬ ) কোম্পানির লবণের মাস্থলের পূর্ব বিবরণ।—যেরূপে লবণের দ্বারা রাজস্ব আদায়করণের বৰ্ত্তমান নিয়ম আরম্ভ হইল তাহ পাঠকবর্গের মধ্যে অনেকে জ্ঞাত নহেন এপ্রযুক্ত আমরা আপনারদের সমাচারপত্রে ঐ বিবরণ জানাইবার কারণ যৎকিঞ্চিৎ স্থান প্রদান করিলাম। কোম্পানি বাহাদুর বাঙ্গলাতে বাণিজ্যের কুঠীস্থাপন করিলে তাহারা দিল্লীহইতে এক ফরমান পাইলেন তদ্বার কোম্পানির কৰ্ম্মকারকেরা কোম্পানির বাণিজ্যস্বরূপ যত দ্রব্যের আমদানী বা রপ্তানী করেন তাহ মাস্থলরহিত হইল। সেই ফরমানে আরো এই নিৰ্দ্ধারিত ছিল যে যে গোমাস্তারদের স্থানে বড় সাহেবের কি ইঙ্গরেজের বাণিজ্যের কুঠীর অন্য২ কৰ্ত্তারদের দস্তক থাকিবেক তাহারা বিশেষামুগ্রহপ্রাপ্ত হইবেক । তৎকালে কোম্পানির তাবৎ ভূত্যেরদের বেতন অতিশয় নূ্যন ছিল এবং এমত বোধ হয় যে তাহারা সকলেই স্ব২ লাভার্থে নিজে ব্যবসায় করিত। তাহারদের ব্যবসায়ের দ্রব্যের মধ্যে লবণ গণ্য ছিল। তাহারদের সকল দ্রব্যসামগ্রী তাহারদের দস্তকের প্রাদুর্ভাবে মাস্থলরহিত হওয়াতে দেশের প্রায় সমস্ত আন্তরিক বাণিজ্য তাহারদের হস্তে কিম্ব তাহারদের দস্তকের ক্ষমতাপ্রাপ্ত ব্যবসায়িরদের হস্তে আইল। ইহাতে এদেশীয় মহাজনেরা অত্যুৎকণ্ঠিত হইল এবং বিশেষতঃ নওয়াব ভাবিত হইলেন এবং কাসিম আলী খাঁর সঙ্গে যে বিরোধ হইল তাহার মূল কারণ ঐ বাণিজ্য হইল। কোর্ট অফ ডাইরেক্তস সাহেবের বহুকালাবধি আপনারদের ভূত্যেরদের এই নিজব্যবসায়েতে অতি প্রতিকূল ছিলেন এবং ১৭৬৪ সালে তাহার সেই সকল ব্যবসায় র্তাহারদের হস্তছাড়া করণার্থে অনিবাৰ্য্য হুকুম প্রেরণ করিলেন । কিন্তু লার্ড ক্লাইব সাহেব কোম্পানি বাহাদুরের এই ছকুমের বিপরীতাচারী হইয়৷ ১৭৬৫ সালে কোম্পানির ভূত্যেরদের নিজউপকারের নিমিত্তে লবণ ও সুপারী ও ভামাকুইত্যাদি দ্রব্যের ব্যবসায়করণার্থে কলিকাতায় এক সমাজ স্থাপন করিলেন । বিলায়তের কর্ভার। ইহাতে যেন রিরক্ত না হন এতদৰ্থে