পাতা:সংবাদপত্রে সেকালের কথা প্রথম খণ্ড.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ੇ`` ম9বাদ পত্রে মেনকালের ক2h হওয়াতে অনেক লোক শোকাম্বিত হইয়াছে যেহেতুক ইনি অতিবড় বিদ্বান ও অত্যন্ত দয়ালু ও অতিশয় পরোপকারী ছিলেন । z ( ২ নবেম্বর ১৮২২ ৷ ১৮ কাৰ্ত্তিক ১২২৯ ) মৃত্যু ॥—কলিকাতার পশ্চিম আঁছল গ্রাম নিবাসি রামসেবক মল্লিকের ভ্রাতৃ পুত্ৰ কাশীনাথ মল্লিক কলিকাতার বাসাবাটীতে ওলাউঠা রোগে ১১ কাৰ্ত্তিক শনিবার পরলোকপ্রাপ্ত হইয়াছেন ইহার বয়ঃক্রম প্রায় ৪৫৪৬ বৎসর হইবেক । ইনি শ্ৰীযুত মহারাজ তেজশ্চন্দ্র রায় বাহাদুরের কলিকাতার বিষয় কৰ্ম্মের মোক্তিয়ার ছিলেন । আর শুনিতে পাই যে ইনি বিষয় চতুর মনুষ্য ছিলেন । ( ২৩ নবেম্বর ১৮২২ ৷ ৯ অগ্রহায়ণ ১২২৯ ) # মোং কলিকাতার পাথরীয় ঘাটার দেওয়ান বৈদ্যনাথ মুখোপাধ্যায় বহুমূত্র রোগে পীড়িত থাকিয়া ২৬ কাৰ্ত্তিক রবিবার দিব দশ দণ্ড সময়ে পরলোকপ্রাপ্ত হইয়াছেন । ইহাতে র্তাহার আত্মীয়বর্গ অনেকে শোকান্বিত হইয়াছে ষ্টনি সদ্বংশজাত সুশীল বিজ্ঞ বিচক্ষণ পরোপকারী ছিলেন বিশেষতঃ এতদ্দেশীয় হিন্দু বালকেরদের বিদ্যা শিক্ষার্থে হিন্দু কালেজের এক জন সহকারী হইয়া বালকেরদের বিদ্যোপার্জন বিষয়ে অনেক মনোযোগ করিতেন । ( ৩০ নবেম্বর ১৮২২ । ১৬ অগ্রহায়ণ ১২২৯ } মরণ –১৬ নবেম্বর শনিবার মোং কলিকাতার ভবানীপুরের হরমোহন বাবুর পরলোক প্রাপ্তি হইয়াছে তিনি নল দময়ন্তী যাত্রাতে নল রাজা সাজিতেন তৎপ্রযুক্ত সকলেই তাহাকে নল রাজা করিয়া কহিত তাহার মত সুন্দর পুরুষ অন্বেষণ করিলে অধিক পাওয়া যায় না তাহার মরণে অনেক লোক বিষাদিত হইয়াছে । * { ২১ ডিসেম্বর ১৮২২ । ৭ পৌষ ১২২৯ ) ro শ্ৰীশ্ৰীযুত মারকিস অফ হেষ্টিংস।—গত ১৬ দিসেম্বর সোমবার কলিকাতার সাহেব লোক টেনহালে সকলে একত্র হইয়াছিলেন তখন শ্ৰীযুত লেষ্টর সাহেব তাহারদের মধ্যে বন্দোবস্তকারক করা গেলেন তিনি সে সভাস্থ সাহেব লোকেরদিগকে বলিলেন যে শ্ৰীশ্ৰীযুতের অশ্বান্ধঢ় প্রতিমূর্তি করিতে যে আমরা সচেষ্ট ছিলাম তাহাতে শ্ৰীশ্ৰীযুত সম্মত হইলেন না যেহেতুক তাহাতে লোকেরদের অধিক ব্যয় হইবেক। অতএব সে কথা শুনিয়া সে সভাস্থ সাহেব লোক নিয়ম করিলেন যে শ্ৰীশ্ৰীযুতের এক ছবি ও টেনহালস্থিত লর্দ কর্ণেলিয়সের প্রতিমূৰ্ত্তির মত প্রস্তরময় প্রতিমূৰ্ত্তি করিয়া টেনেহলে স্থাপিত করা যাউক । এবং আরো নিরূপণ করিলেন যে আটার জন সাহেব